কলকাতা, 3 জুলাই: দাবিমতো ফি মকুব না হওয়ায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ চার্চ অফ নর্থ ইন্ডিয়া ডায়োসিসের অধীনে 13 টি স্কুল রয়েছে কলকাতায় ৷ লকডাউনে সমস্যায় পড়ে বিশেষ করে দুটি খাতে ফি মকুবের দাবি জানিয়েছিল পড়ুয়াদের বাবা-মায়েরা ৷ কিন্তু, শেষ পর্যন্ত তিনটি খাত মিলিয়ে ছয় মাসের জন্য 25 শতাংশ ফি মকুবের কথা জানানো হয়েছে স্কুলের তরফে ৷ অভিভাবকদের দাবি, এই ছাড়ে কোনও লাভ হবে না । 25 শতাংশ ছাড়ে 88-120 টাকা কম দিতে হচ্ছে । এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীনস্ত স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা ।
শুক্রবার সকাল 11টা নাগাদ বিধান সরণিতে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা । শান্তিপূর্ণভাবে প্রায় দু'ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা ।
স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে অভিভাবকদের বিক্ষোভ ৷ ইউনাইটেড গার্জিয়ানস অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "কম্পিউটার ফি প্রতি মাসে 300 টাকা । তার উপর 25 শতাংশ ছাড়ে কতটা সুরাহা হবে ৷ এটা অন্যায় । আমরা চাই বিশপ এবং স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় বসুন । আমরা কী এমনি এমনি বলছি ? সেশনের শুরুতে তো বলিনি । অসুবিধায় পড়েই বলছি । যাঁরা মাসে 2 হাজার টাকা দিতে পারবে তাঁরা 100-150 টাকা দিতে পারবে না ? আমরা জানি স্কুল চালাতে খরচ আছে । আমরাও কিছুটা নমনীয় হতে রাজি । কিন্তু, তার জন্য আলোচনাটা প্রয়োজন। "
নিজেদের দাবি নিয়ে সুপ্রিয়বাবু আরও বলেন, "আমরা জানুয়ারিতে সেশন শুরুর সময়ই সেশন ফি, বার্ষিক ফি, স্পোর্টস ফি, ক্যালেন্ডার ফি দিয়ে দিয়েছি । মাসিক তিনটে ফি নেওয়া হয়- টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি ও কম্পিউটার ফি । আমরা চাইছি এর মধ্যে ডেভেলপমেন্ট ফি ও কম্পিউটার ফি মকুব করা হোক । শুধুমাত্র টিউশন ফি দেব ।"
আজই শুধুমাত্র টিউশন ফি দেবেন জানিয়ে বালিগঞ্জের আয়রন সাইড রোডের একটি নামী বেসরকারি স্কুলেও বিক্ষোভ দেখান অভিভাবকরা । "নো স্কুল, নো ফিস"-এর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা ।