কলকাতা, 24 এপ্রিল : জল অপচয় বন্ধ হোক (Proposal to Stop Water Wastage) ৷ এই দাবিতে রাস্তার ধারে পৌরনিগমের কল ও স্ট্যান্ডপোস্টে চাবি বা স্টপ কর্ক দিয়ে জল অপচয় বন্ধ করার প্রস্তাব কলকাতা পৌরনিগমের অধিবেশনে ৷ প্রস্তাবটি পেশ করেছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা (Proposal to Stop Water Wastage in KMC Session) ৷ গরম পড়তেই কলকাতা পৌরনিগম এলাকায় পানীয় জল ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের যোগ্য জলের চাহিদা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে এ বছর একদিনও বৃষ্টি হয়নি কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ৷ ফলে জলের ঘাটতি দেখা দিতে পারে ৷ তাই পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই জলের অপচয় বন্ধ করার প্রস্তাব দিয়েছেন 24নং ওয়ার্ডের কাউন্সিলর ৷
কলকাতা পৌরনিগমের অধিবেশনে 24নং ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বলেন, ‘‘আমাদের কলকাতা শহরে জলের কোনও অভাব নেই ৷ উত্তর থেকে দক্ষিণ সার্বিকভাবে দেখা যায় ব্যবহারের পরেও স্ট্যান্ডপোস্ট থেকে অনেকটা জল অপচয় হয়ে বয়ে যায় ৷ এখন পরিবেশবিদরা বলছেন, ভবিষ্যতে গোটা পৃথিবীতে জলের সংকট দেখা দিতে পারে ৷ আমাদের জলটা এমনিতেই বেশি প্রয়োজন হয় ৷ এই দাবদাহে জল অপচয় না করে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ তাহলে জল নিয়ে কোনওদিন সংকটের মুখে পড়তে হবে না। ৷ তাই আমি প্রস্তাব রেখেছিলাম, প্রতিদিন যে স্ট্যান্ডপোস্টগুলি থেকে জল নষ্ট হচ্ছে ৷ সেগুলি চাবি বা স্টপ কর্ক লক করে জল অপচয় বন্ধ করা হোক ৷’’