কলকাতা, 30 সেপ্টেম্বর : চলতি বছরের 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Litt- এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সলমান হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে ৷
শঙ্খ ঘোষকে সাম্মানিক D.Litt প্রদানের প্রস্তাব - convocation of Jadavpur University
চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কবি শঙ্খ ঘোষকে সাম্মানিক D.Litt প্রদানের প্রস্তাব ৷ আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷
গত বছর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক উপাধি প্রাপকদের নাম হিসেবে বহু খ্যাতনামা ব্যক্তিদের নাম উঠে এসেছিল । তাঁদের মধ্যে ছিল সচিন তেণ্ডুলকর থেকে মেরি কমের মতো ক্রীড়া জগতের বিশিষ্টজনদের নাম ৷ যদিও শেষ পর্যন্ত তাঁদের কাউকেই D.Litt দিতে পারেনি বিশ্ববিদ্যালয় । এ বছর D.Litt, D.Sc প্রাপক হিসেবে বেশ কয়েকজন বিশিষ্টজনের নাম প্রস্তাবিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Sc-এর জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সি এন আর রাও ও ISI-এর ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছে । সেই প্রস্তাব আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছে । তিনি বলেন, "চারজন ডিনদের কমিটি থেকে এই চারজনের নামই প্রস্তাবিত হয়েছিল । এগজ়িকিউটিভ কাউন্সিলে এই নামগুলো গৃহীত হয়েছে । এটা এবার কোর্টে যাবে । কোর্ট বৈঠকে রাজ্যপাল এই নামগুলিতে সম্মতি জানালে আমাদের সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের D.Litt, D.Sc উপাধি দেওয়া হবে ।"