কলকাতা, 17 জুলাই: উত্তর কলকাতার (North Kolkata) বেলগাছিয়া ট্রাম ডিপো (Belgachia Tram Depot) থেকে অবিলম্বে পরিষেবা শুরুর দাবিতে পথে নামলেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের (Calcutta Tram Users Association) সদস্যরা ৷ রবিবার সকালে তাঁরা বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো (Shyambazar Tram Depot) পর্যন্ত মিছিল করেন ৷
ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্য, পেশায় চিত্র পরিচালক মহাদেব শীল এই প্রসঙ্গে বলেন, কলকাতার ট্রামকে (Kolkata Tram Service) কার্যত ইচ্ছা করে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ আগে একটা সময় এই ট্রামে চড়েই লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন তাঁদের গন্তব্যে পৌঁছে যেতেন ৷ আর এখন কখনও কখনও গোটা একটা ট্রামে একজন মাত্র যাত্রীকে বসে থাকতে দেখা যায় ৷ ট্রামকে 'হেরিটেজ' ঘোষণা করে বিশেষ কিছু রুটে পরিষেবা দেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট প্রশাসন ৷ এতেও আপত্তি আছে মহাদেবদের ৷ তাঁদের বক্তব্য, যে বাহন রোজের জীবনযাত্রার অঙ্গ হতে পারে, তাকে কেন এ ভাবে লুপ্তপ্রায় করে দেওয়া হবে ?