পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Tram Service: বন্ধ রুটগুলিতে অবিলম্বে ট্রাম চালুর দাবিতে মিছিল

শহর কলকাতার বিভিন্ন রুটে অবিলম্বে ট্রাম পরিষেবা (Kolkata Tram Service)পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নামল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন (Calcutta Tram Users Association) ৷ রবিবার বেলগাছিয়া ট্রাম ডিপো (Belgachia Tram Depot) থেকে শ্য়ামবাজার ট্রাম ডিপো (Shyambazar Tram Depot) পর্যন্ত মিছিল করেন সংগঠনের সদস্যরা ৷

procession from Belgachia to Shyambazar in demand of resume Kolkata Tram Service
Kolkata Tram Service: বন্ধ রুটগুলিতে অবিলম্বে ট্রাম চালুর দাবিতে মিছিল

By

Published : Jul 17, 2022, 4:21 PM IST

কলকাতা, 17 জুলাই: উত্তর কলকাতার (North Kolkata) বেলগাছিয়া ট্রাম ডিপো (Belgachia Tram Depot) থেকে অবিলম্বে পরিষেবা শুরুর দাবিতে পথে নামলেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের (Calcutta Tram Users Association) সদস্যরা ৷ রবিবার সকালে তাঁরা বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো (Shyambazar Tram Depot) পর্যন্ত মিছিল করেন ৷

ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্য, পেশায় চিত্র পরিচালক মহাদেব শীল এই প্রসঙ্গে বলেন, কলকাতার ট্রামকে (Kolkata Tram Service) কার্যত ইচ্ছা করে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ আগে একটা সময় এই ট্রামে চড়েই লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন তাঁদের গন্তব্যে পৌঁছে যেতেন ৷ আর এখন কখনও কখনও গোটা একটা ট্রামে একজন মাত্র যাত্রীকে বসে থাকতে দেখা যায় ৷ ট্রামকে 'হেরিটেজ' ঘোষণা করে বিশেষ কিছু রুটে পরিষেবা দেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট প্রশাসন ৷ এতেও আপত্তি আছে মহাদেবদের ৷ তাঁদের বক্তব্য, যে বাহন রোজের জীবনযাত্রার অঙ্গ হতে পারে, তাকে কেন এ ভাবে লুপ্তপ্রায় করে দেওয়া হবে ?

আরও পড়ুন:Kolkata Tram Service: ট্রাম বাঁচাতে সমীক্ষা, আশার আলো দেখছেন গবেষকরা

প্রসঙ্গত, বর্তমানে গোটা পৃথিবীতে পরিবেশবান্ধব যান চলাচলের উপর জোর দেওয়া হচ্ছে ৷ অথচ কলকাতার প্রাচীন ঐতিহ্য ট্রাম পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও তাকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে অবিলম্বে বেলগাছিয়া থেকে ট্রাম চালু করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা ৷ একইসঙ্গে, শ্যামবাজারের ট্রাম ডিপোটিতেও স্বাভাবিক কাজকর্ম শুরু করার দাবি তোলা হয়েছে ৷

অবিলম্বে শহরের সব রুটে ফের ট্রাম চালুর দাবি ৷

এ দিন মহাদেব বলেন, বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে প্রায় চার বছর ধরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ অথচ, ইতিমধ্য়েই এখানকার রাস্তা সারাইয়ের কাজ শেষ হয়েছে ৷ কেএমডিএ জানিয়েছে, এই রুটে যে ব্রিজটি আছে, তার উপর দিয়ে ট্রাম চলাচল করতে পারে ৷ তারপরও কেন পরিষেবা শুরু করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন ক্য়ালকাটা ট্রাম ইউজার্স অ্য়াসোসিয়েশনের এই সদ স্য ৷

ABOUT THE AUTHOR

...view details