পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: এক বছরে 3 বার, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব - স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিধানসভায় (Suvendu Adhikari)৷ এই নিয়ে এক বছরে 3 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে (Privilege Motion against Suvendu Adhikari)৷

Privilege Motion against Suvendu Adhikari in West Bengal Assembly
এক বছরে 3 বার, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

By

Published : Jun 17, 2022, 2:05 PM IST

কলকাতা, 17 জুন:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে আবারও আনা হল প্রিভিলেজ মোশন । বিধানসভার অধ্যক্ষের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয় । এই নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনটি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়ল ।

নৈহাটির পার্থ ভৌমিক বিধানসভায় আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন ৷ সংবাদমাধ্যমের সামনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন তিনি ৷ গত এক বছরে এই নিয়ে তিনবার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল । একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে এক বছরে এতগুলি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এর আগে জমা পড়েনি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

আরও পড়ুন:Suvendu Slams Mamata : 'মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী দেওয়া হোক', দাবি শুভেন্দুর

মুকুল রায় নিয়ে কথা প্রসঙ্গে গত 15 জুন বিধানসভার বাইরে অধ্যক্ষকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেছিলেন, "উনি মুকুল রায়কে খেতেও পারছেন না, উগরাতেও পারছেন না । আসলে উনি খেতেও পারেন না । খাবেন কী ।" সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে বিধানসভায় (Privilege Motion against Suvendu Adhikari)৷

ABOUT THE AUTHOR

...view details