পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফি মকুবের দাবিতে লর্ডসের মোড় অবরোধ অভিভাবকদের - agitation for fee waivers in south kolkata

অপ্রয়োজনীয় ফি মকুবের দাবিতে এবার বিক্ষোভে নামলেন দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের একটি বেসরকারি স্কুলের অভিভাবকরা। ফি মকুবের দাবিতে স্কুল ঘেরাও এর পাশাপাশি অবরোধ করা হয় লর্ডসের মোড়।

agitation for fee waivers
ফি মকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

By

Published : Jun 12, 2020, 9:17 PM IST

কলকাতা, 12জুন: রাজ্যজুড়ে চলছে বেসরকারিস্কুলের ফি মকুবের দাবিতে বিক্ষোভ। গতকাল ধর্মতলায়85টি বেসরকারি স্কুলের অভিভাবকদের যৌথমঞ্চের বিক্ষোভের পর আজ দক্ষিণ কলকাতার একটি স্কুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভদেখালেন অভিভাবকরা। তাঁদের দাবি,বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র টিউশন ফি নেওয়া হোক। অন্যান্যকোনও রকম ফি যাতে না নেওয়া হয়। এই দাবিতে আজ প্রায় আধ ঘণ্টা প্রিন্স আনোয়ার শাহরোডে লর্ডসের মোড় অবরোধ করেন শতাধিক অভিভাবক।

আজসকাল থেকেই প্রবল বৃষ্টি । মুষলধারে সেই বৃষ্টি মাথায় করেই সকাল8টা থেকে স্কুলের সামনে জমায়েত হনঅভিভাবকরা। তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের দাবি নিয়ে আলোচনায় বসতে চান।বিক্ষোভে থাকা এক অভিভাবিকা বলেন, "আমরা সকাল থেকে স্কুলের সামনে জমায়েতকরি। স্কুল কর্তৃপক্ষকে জানাই,আমরা শুধুমাত্র টিউশন ফি দিতে চাই। এখন হোয়াটসঅ্যাপেরমাধ্যমে স্কুল শুধু হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছে। কোনও পরীক্ষা এখন নেওয়া সম্ভব নয়।তা সত্ত্বেও একটা পরীক্ষা ওরা রেখেছে এবং পরীক্ষার ফি বাবদ টাকা চাইছে। তবুও,আমরা টিউশন ফি দিতে রাজি। কিন্তু,স্কুল কর্তৃপক্ষ তা মানতে চাইছে না।তারা সব ফি চাইছে। শুধু150টাকালেট ফি মকুব করা যেতে পারে বলে জানিয়েছে। আমরা যদি তিন হাজার টাকা দিতে পারিতাহলে150টাকাকেন দিতে পারব না?স্কুলেরটিউশন ফি হল মাসে এক হাজার টাকা। এর সঙ্গে ইলেক্ট্রিসিটি,জেনারেটর,ডেভলপমেন্ট,এসি ইত্যাদি ফি যুক্ত করে কোনও মাসেআমাদের থেকে2,500,তোকোনও মাসে3,000টাকানেওয়ৈ হয়। কিন্তু,এখনকোরোনা পরিস্থিতিতে আমাদের অনেকেরই চাকরি নেই। এই পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়েবলছি,শুধুটিউশন ফি দেব।"

এরপরেওকর্তৃপক্ষ তাদের দাবি না মানায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে ক্ষুব্ধঅভিভাবকরা লর্ডসের মোড়ে অবরোধ করেন। অভিভাবকদের অভিযোগ,তাদের দাবির মুখে প্রিন্সিপাল স্কুলবন্ধ করে দেওয়ার হুমকি দেন। এক অভিভাবক বলেন, “যাঁরা এই প্রতিবাদ করছেন তাঁদেরবাচ্চাদের ছাড়িয়ে নিয়ে অন্য স্কুলে যেতে বলেন প্রিন্সিপল। আমরা মাননীয়ামুখ্যমন্ত্রীর কাছে এই ব্যবসা বন্ধ করার দাবি জানাই।

ABOUT THE AUTHOR

...view details