পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PIL on Horse Cart Service : ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা - কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা (PIL Demanding Ban on Horse Cart Service) রুজু হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ একটি বেসরকারি সংগঠন এই মামলা করেছে ৷

private organization file pil in calcutta high court demanding ban on horse cart service
PIL Demanding Ban on Horse Cart Service : ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা

By

Published : Dec 2, 2021, 7:07 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর :কলকাতার ময়দান এলাকার অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি (Horse Cart) ৷ বাঙালি, অবাঙালি থেকে বিদেশি, ঘোড়ার গাড়ি চড়ে শহর ঘোরা মানুষের সংখ্যা অনেক ৷ বিশেষ করে শীতকালে এর আকর্ষণ বিনোদন পার্কের জয় রাইডের থেকে কম কিছু নয় ৷ কিন্তু, এবার সেই ঘোড়ার গাড়ির ভবিষ্যৎ নিয়েই তৈরি হল অনিশ্চয়তা ৷ ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি চালানো বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু হল জনস্বার্থ মামলা (PIL Demanding Ban on Horse Cart Service) ৷ মামলাকারীদের বক্তব্য, গাড়ির মালিকরা এই ঘোড়াগুলির উপর রীতিমতো নির্যাতন করেন ৷ এই অবলা প্রাণীদের খাদ্য থেকে শুরু করে চিকিৎসা, সবকিছুতেই চরম অবহেলা করা হয় ৷ ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘোড়াগুলি অত্যন্ত দুর্বল ও রুগ্ন হয়ে পড়ে ৷ তবুও তাদের গাড়ির সঙ্গে জুড়ে দিয়ে ছোটানো হয় ৷ এরই প্রেক্ষিতে একটি বেসরকারি সংগঠন অবিলম্বে ময়দান এলাকায় ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার দাবি তুলেছে ৷ তারা জানিয়েছে, প্রয়োজনে এই ঘোড়াগুলির চিকিৎসার দায়িত্ব নিতেও তারা প্রস্তুত ৷

আরও পড়ুন :Green Firecracker : পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি কলকাতা হাইকোর্টের

বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারীদের তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, ‘‘আগে মুম্বইয়েও এই ধরনের ‘জয় রাইড’ ছিল ৷ কিন্তু বম্বে হাইকোর্টের নির্দেশে পরে তা বন্ধ হয়ে যায় ৷ এটি ঘোড়াদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয় ৷ একটি সমীক্ষা করে দেখা গিয়েছে, যে ঘোড়াদের এই ধরনের গাড়িতে ব্যবহার করা হয়, তারা অত্যন্ত দুর্বল ও অসুস্থ ৷ আমরা এদের বিনামূল্য চিকিৎসা করানোর জন্য প্রস্তুত ৷’’

আরও পড়ুন :SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ৷ অবলা প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের চিকিৎসা নিয়েও সচেতন রাজ্য সরকার ৷ ময়দান এলাকায় যান নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ কারণ, সাধারণ গাড়ির সঙ্গে ঘোড়ার গাড়ির ধাক্কায় অনেক সময় ঘোড়াগুলি আহত হয় ৷ আমরাও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছি ৷ তবে আমাদের দাবি, এই বিষয়ে আদালতকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের আরও একমাস সময় দেওয়া হোক ৷’’ এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী 18 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ তার আগেই রাজ্যকে তার বক্তব্য পেশ করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details