কলকাতা, 28 জুন :করোনা আবহে রাজ্য়জুড়ে বহাল বিধিনিষেধের মধ্যেই গণপরিবহণে কিছু শিথিলতার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার নবান্ন থেকে তিনি জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকেই রাজ্য়ে সরকারি ও বেসরকারি বাস ফের চালু হবে ৷ তবে বাস চালাতে হবে স্বাস্থ্যবিধি মেনে ৷ একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ আসনে যাত্রী তুলতে পারবেন বাসের কর্মীরা ৷ আর এখানেই প্রমাদ গুণছেন বেসরকারি বাসের মালিক ও তাঁদের কর্মচারীরা ৷ তাঁদের সাফ কথা, জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বিধিনিষেধ মেনে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব ৷ সেক্ষেত্রে আগামী 1 জুলাই আদৌ রাস্তায় বাস নামবে কি না, জানা নেই বাসমালিকদের ৷
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাস্তায় নামানোর আগে বাসের সমস্ত কন্ডাক্টর ও চালকের টিকাকরণ করাতে হবে ৷ বাসগুলিকেও নিয়মিত স্য়ানিটাইজ় করতে হবে ৷ যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ বাসমালিকদের বক্তব্য, এই নির্দেশ মানা হলে তাঁদের চরম আর্থিক সঙ্কটে পড়তে হবে ৷
আরও পড়ুন :রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘1 জুলাই থেকে শহর তথা রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছে ৷ এর আগের আনলক পর্যায়েও আমরা পরীক্ষামূলকভাবে বাসগুলি চালিয়ে দেখেছিলাম ৷ তাতে আমাদের কোনও লাভ তো হয়ইনি, উল্টে আমাদের নিজেদের পকেট থেকেই টাকা ঢালতে হয়েছিল ৷’’