পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Presidency Jail: প্রাথমিক থেকে স্নাতকোত্তর, প্রেসিডেন্সি জেলে এবার বন্দিদের শিক্ষাদান - প্রেসিডেন্সির বন্দিদের শিক্ষাদান

প্রেসিডেন্সি সংশোধনাগারে এবার বন্দিদের পড়াশোনার ব্যবস্থা করছে জেল কর্তৃপক্ষ ৷ তার জন্য 6 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 3 জন ওই সংশোধনাগারের আবাসিক ৷ তাঁরা বন্দি হিসেবে জেলে যাওয়ার আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন ৷ ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্লাস শুরু করছে জেল কর্তৃপক্ষ ৷

Prisoners of Presidency Jail is now get Chance to Study for their Better Future
প্রাথমিক থেকে স্নাতকত্তর, প্রেসিডেন্সি জেলে এবার বন্দিদের শিক্ষাদান

By

Published : Sep 9, 2021, 7:11 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : সাজাপ্রাপ্ত হয়ে সংশোধনাগারে গেলেই জীবন শেষ হয়ে যায় না । গারদের ওপার থেকেও পাওয়া যায় শিক্ষা, আত্মসংশোধনও হয় ৷ আপাতদৃষ্টিতে কথাগুলো মনে হয় যেন শুধুই কথার কথা ৷ কিন্তু এই কথাগুলিকে সত্য প্রমাণিত করতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগর কর্তৃপক্ষ ৷ তাঁদের উদ্যোগে এবার জেলের ভিতরেই চালু হতে চলেছে দৈনিক ক্লাস ৷ একেবারে প্রাথমিক ‘অ-আ-ক-খ’ থেকে একদম স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস হবে সংশোধনাগারের মধ্যেই ৷ মোট 6 জন শিক্ষকের উপর এই দায়িত্বভার দেওয়া হয়েছে ৷ এই 6 জনের মধ্যে তিনজন আবার প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক ৷ এককালে এই তিনজনই শিক্ষক ছিলেন ৷ কিন্তু কর্মফলের জেরে আজ তারা এই জেলের আবাসিক ৷

এই বিষয় রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি জানান, এই উদ্যোগটি খুব দ্রুত শুরু হতে চলেছে ৷ তিনি বলেন, ‘‘আবাসিকদের একাংশই এই ক্লাস চালু করার অনুরোধ করেছিল ৷ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং সেইমতো কাজ হচ্ছে ৷’’ ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ক্লাস করানো ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ৷ ছ’জন শিক্ষকের মধ্যে তিনজন প্রেসিডেন্সি সংশোধনাগারেরই বন্দি ৷ তাঁরা একসময় শিক্ষক ছিলেন ৷ মূলত জেলের মাদকাসক্তদের জন্যই চালু হচ্ছে এই পঠনপাঠনের ব্যবস্থা ৷ কিন্তু, জেলের প্রত্যেক বন্দি ইচ্ছে হলে ক্লাসে অংশ নিতে পারবেন ৷

আরও পড়ুন : Kunal Ghosh : সারদা কাণ্ডে জামিন কুণাল ঘোষের

তাঁর মতে, পুলিশের হাতে ধরা পড়ার পর আজ আদালতের নির্দেশে এঁদের সকলেরই ঠিকানা এই জেলখানা ৷ দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘লেখাপড়া না করতে পারার আফসোসটা কিন্তু রয়েই গেছে এদের অনেকের মধ্যে ৷ কেউ কেউ সেই আফসোসটা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে ৷ তার পরেই সংশোধনাগারের এই আবাসিকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাদের জন্য 6 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে ৷ এই ছ’জনের মধ্যে রয়েছেন তিনজন বন্দিও ৷ আদতে তারা শিক্ষক ছিলেন ৷ কিন্তু কোনও একটা সময় তাদের জীবনে নেমে আসে অন্ধকার ৷ আর তার জন্যই আজ তারা সংশোধনাগারে সংশোধনের পথে ৷’’

আরও পড়ুন : Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

প্রতিদিন সকাল পৌনে ন'টা থেকে পৌনে দশটা পর্যন্ত ওই বন্দিরা নিয়ম করে লেখাপড়া করবেন ৷ ফলে ফের একবার খাতা, বই হাতে তুলে নিলেন এই আবাসিকরা ৷ লেখাপড়ার জন্য নিলেন নতুন শপথ, ‘‘আর খাব না নেশার পাতা, পড়ব এবার বইয়ের পাতা ৷’’ অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এবং রাজ্যের প্রাক্তন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (কারা) বিডি শর্মা, যাঁকে রাজ্যের জেল রিফর্মসের জনক বলা হয়, তিনি ইটিভি ভারতকে বলেন, ‘‘এর চেয়ে ভাল উদ্যোগ আর হয় না ৷ সংশোধনাগার কর্তৃপক্ষের কাজ অপরাধীদের সংশোধন করা ৷ আর যদি সেই সংশোধন হয় শিক্ষার মাধ্যমে, তার থেকে আর ভাল কি হতে পারে ৷ শুধু প্রেসিডেন্সি নয়, রাজ্যের এবং দেশের সব সংশোধনাগারেই এই উদ্যোগ শুরু হওয়া উচিত ৷’’

ABOUT THE AUTHOR

...view details