কলকাতা, 9 সেপ্টেম্বর : সাজাপ্রাপ্ত হয়ে সংশোধনাগারে গেলেই জীবন শেষ হয়ে যায় না । গারদের ওপার থেকেও পাওয়া যায় শিক্ষা, আত্মসংশোধনও হয় ৷ আপাতদৃষ্টিতে কথাগুলো মনে হয় যেন শুধুই কথার কথা ৷ কিন্তু এই কথাগুলিকে সত্য প্রমাণিত করতে এক অভিনব উদ্যোগ নিল কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগর কর্তৃপক্ষ ৷ তাঁদের উদ্যোগে এবার জেলের ভিতরেই চালু হতে চলেছে দৈনিক ক্লাস ৷ একেবারে প্রাথমিক ‘অ-আ-ক-খ’ থেকে একদম স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস হবে সংশোধনাগারের মধ্যেই ৷ মোট 6 জন শিক্ষকের উপর এই দায়িত্বভার দেওয়া হয়েছে ৷ এই 6 জনের মধ্যে তিনজন আবার প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক ৷ এককালে এই তিনজনই শিক্ষক ছিলেন ৷ কিন্তু কর্মফলের জেরে আজ তারা এই জেলের আবাসিক ৷
এই বিষয় রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি জানান, এই উদ্যোগটি খুব দ্রুত শুরু হতে চলেছে ৷ তিনি বলেন, ‘‘আবাসিকদের একাংশই এই ক্লাস চালু করার অনুরোধ করেছিল ৷ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং সেইমতো কাজ হচ্ছে ৷’’ ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ক্লাস করানো ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ৷ ছ’জন শিক্ষকের মধ্যে তিনজন প্রেসিডেন্সি সংশোধনাগারেরই বন্দি ৷ তাঁরা একসময় শিক্ষক ছিলেন ৷ মূলত জেলের মাদকাসক্তদের জন্যই চালু হচ্ছে এই পঠনপাঠনের ব্যবস্থা ৷ কিন্তু, জেলের প্রত্যেক বন্দি ইচ্ছে হলে ক্লাসে অংশ নিতে পারবেন ৷
আরও পড়ুন : Kunal Ghosh : সারদা কাণ্ডে জামিন কুণাল ঘোষের