কলকাতা, 9 জানুয়ারি :করোনাকালেও সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে যাতে তাঁদের পরিবারের সদস্যরা ‘দেখা করতে’ পারেন এবং তাঁদের সঙ্গে ‘সামনা সামনি’ কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের কারা দফতর ৷ দু’পক্ষের মধ্যে অনলাইন সাক্ষাতের (Virtual Meeting for Prisoners) ব্যবস্থা করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে ৷ এত দিন সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে দেখা করতে পারতেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এবার থেকে অনলাইনে বাড়ি বসেই 10 মিনিটের সেই সাক্ষাৎ সারতে পারবেন বন্দিদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ এই ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে ‘ই-মুলাকাত’ ৷
আরও পড়ুন :Presidency Jail : প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তায় বড়সড় পরিবর্তন
রাজ্যের এডিজি (কারা বিভাগ) পীযূষ পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে কথা বলতে পারবেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়রা ৷ রাজ্যজুড়ে করোনার দাপট বেড়েছ (Covid surge in West Bengal) ৷ তাই এই মুহূর্তে জেলবন্দিদের সঙ্গে পরিজনদের নিয়মিত সাক্ষাৎ করানো সম্ভব নয় ৷ এই প্রেক্ষাপটে ই-মুলাকাত একটি অত্যন্ত সময়োপযোগী ব্যবস্থা বলেই মনে করেন পীযূষ ৷ তাঁর আশা, এতে জেলের আবাসিক ও তাঁদের পরিবার, দু’পক্ষই খুশি হবে ৷