পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আলো নেভানোর কর্মসূচি অবৈজ্ঞানিক, মন্তব্য তৃণমূল নেতার - tmc

তৃণমূল নেতা তাপস রায় বলেন, "প্রধানমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলছেন তা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়।"

tmc
তাপস রায়

By

Published : Apr 5, 2020, 8:19 PM IST

কলকাতা, 5 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলো নেভানোর কর্মসূচিকে অবাস্তব ও অবৈজ্ঞানিক বলে আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায়। আজ এ প্রসঙ্গে Etv ভারতকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মারণব্যাধি রোধ করার জন্য যে অর্থ ও সামগ্রীর দাবি করেছেন তা না দিয়ে প্রধানমন্ত্রী অবৈজ্ঞানিক কথাবার্তা বলছেন।


আজ রবিবার রাত 9 টা 9 মিনিটে প্রধানমন্ত্রীর আলো নেভানোর কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে অবাস্তব বলে আখ্যা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, "পরিস্থিতি ভয়ঙ্কর গোটা বিশ্বব্যাপী ও ভারতব্যাপী। আমরা সকলেই আতঙ্কের মধ্যে দিন গুনছি। প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া ও পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ভারতবাসী। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাস্তবের ধারে কাছে না গিয়ে অবাস্তব এবং অবৈজ্ঞানিক কিছু কর্মসূচির কথা বলছেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বলার এতে রয়েছে যে মুখ্যমন্ত্রী যে প্যাকেজ বা অর্থের কথা বলেছেন, সে সমস্ত সামগ্রী দরকার সেগুলো কোনও কিছু কেন্দ্র দিচ্ছে না। প্রধানমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলছেন তা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মত নয়।"

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাপস রায়ের আবেদন , "আমরা চাইব কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী ইতিবাচক, বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেবেন।"


ABOUT THE AUTHOR

...view details