কলকাতা, 11 জানুয়ারি : সফরসূচিতে কিছুটা পরিবর্তন । ঠিক ছিল রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । SPG মারফত কলকাতা পুলিশের কাছে এই খবর এসেছিল । কিন্তু সেই সূচিতে কিছুটা পরিবর্তন হচ্ছে । সূত্রের খবর, বেলুড় মঠে রাত্রিযাপন করবেন তিনি । কাল সকালে গঙ্গার পাশেই ধ্যান করবেন ।
সফরসূচিতে পরিবর্তন, বেলুড় মঠেই রাত্রিবাস প্রধানমন্ত্রীর - narendra modi visits kolkata
আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন । নরেন্দ্র মোদির ইচ্ছা স্বামীজীর জন্মদিনে বেলুড় মঠ থেকেই সূর্যোদয় দেখার ইচ্ছে । বেলুড় মঠে গঙ্গার পাশে ধ্যান করার ইচ্ছে রয়েছে তাঁর ।
আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন । স্বামীজীর জন্মদিনে বেলুড় মঠ থেকেই সূর্যোদয় দেখার ইচ্ছে প্রধানমন্ত্রীর । বেলুড় মঠে গঙ্গার পাশে ধ্যান করার ইচ্ছে রয়েছে তাঁর । বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আন্তর্জাতিক অতিথিশালা ফাঁকা করার কাজ শুরু হয়ে গেছে । সেখানেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী । তারপর আগামীকাল সকালে মঠের সন্ন্যাসীদের সঙ্গে ভোরবেলা ধ্যানে বসবেন । সফরসূচির আর কোনও পরিবর্তন হয়নি বলেই এখনও খবর ।
এদিকে প্রধানমন্ত্রীর সম্মানে রাজভবনে আয়োজন করা হয়েছিল নৈশভোজের । বেশ কিছু মানুষ নিমন্ত্রিত ছিলেন । সেই নৈশভোজ হবে কি, না সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন থেকে কিছু জানানো হয়নি ।