পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নেতাজি জন্মজয়ন্তী পালনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷ ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন৷ এছাড়া ন্যাশনাল লাইব্রেরিতেও তিনি আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন৷

Prime Minister Narendra Modi is coming to the kolkata on January 23
নেতাজি জন্মজয়ন্তী পালনে ২৩ জানুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jan 20, 2021, 12:24 PM IST

Updated : Jan 20, 2021, 3:19 PM IST

কলকাতা, 20 জানুয়ারি :এর আগে জানা গিয়েছিল যে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার সেই বিষয়টি চূড়ান্ত হয়েছে ৷ প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে৷ সেদিন তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷ ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন ৷ এছাড়া ন্যাশনাল লাইব্রেরিতেও তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় থাকতে পারেন বলে জানা গিয়েছে৷

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে৷ কলকাতায় 23 জানুয়ারি সেই পরাক্রম দিবসই পালন করা হবে৷ অনুষ্ঠানের নেতাজি পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর ৷ উল্লেখ্য, নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনের জন্য একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কমিটিতে 85 জন রয়েছেন ৷

এদিকে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একটি প্রতিনিধিদল। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এর জন্য প্রধানমন্ত্রী দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে।

আরও পড়ুন :ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রী সফরের জন্য সোমবার রাজ্য পুলিশ ও এসপিজি-র মধ্যে একটি বৈঠকও হয়।

Last Updated : Jan 20, 2021, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details