কলকাতা, 20 এপ্রিল : গোলগাল চেহারা ৷ শান্ত প্রকৃতির স্বভাব। তবে বুদ্ধি প্রখর। আরও প্রখর তাঁর নিশানা, যা হার মানাবে যে কোনও দক্ষ শুটারকেও ৷ কথা হচ্ছে মঙ্গলবার বাঁশদ্রোণী-ব্রহ্মপুর শুট-আউটের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাচ্চা ওরফে বিশ্বনাথ সিং'য়ের ৷ মঙ্গলবারের শুট-আউটের ঘটনায় আপাতত গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে (Prime accuseed in Bansdroni shoot-out Bishwanath Singh aka Bachha hospitalized) ৷
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক প্রাক্তন কর্তা জানান, বাম আমলে যাদবপুর, গল্ফ গ্রিন, কুঁদঘাট-সহ বিস্তীর্ণ এলাকা প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে হামেশাই চলত দুষ্কৃতী চাপানউতোর ৷ সে সময় দুষ্কৃতীদের এলাকাছাড়া করতে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলি বিনিময়ের মত ঘটনাও ঘটেছে ৷ তৎকালীন বাঁশদ্রোণী এলাকার নাকতলায় এক প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধলে পুলিশ অভিযানে নামে ৷ সে সময় একেবারে ফিল্মি কায়দায় বাইকের সামনে বসেই পকেট থেকে পিস্তল বের করে এক পুলিশ আধিকারিককে গুলি চালিয়েছিল বাচ্চা ওরফে বিশ্বনাথ সিং।