পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে - প্রাথমিক শিক্ষা পর্ষদ

মামলাকারীদের অভিযোগ, রাজ্য় সরকার আগে জানিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে কোনও আসন ফাঁকা নেই ৷ কিন্তু, হঠাৎ করে এই নিয়োগের বিজ্ঞপ্তি কীভাবে দিল শিক্ষা দপ্তর ? এমনকী বিজ্ঞপ্তিতে কত নিয়োগ হবে তার উল্লেখ করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ৷

primary_school_recruitment_notification_challanged_by_candidate_case_is_excepted_by_calcutta_high_court
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে

By

Published : Nov 25, 2020, 1:53 PM IST

কলকাতা, 25 নভেম্বর : প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্য়ালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ 27 নভেম্বর এই মামলার শুনানি শুরু হবে ৷ এই মামলায় বিজ্ঞপ্তির একাধিক বিষয় নিয়ে আদালতে অভিযোগ জানিয়েছেন মামলাকারীরা ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিতে একাধিক ত্রুটি রয়েছে বলে মামলাকারীদের আইনজীবীর তরফে উল্লেখ করা হয়েছে ৷

23 নভেম্বর শিক্ষক নিয়োগের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চাকরির জন্য় আবেদন করতে পারবেন ৷ অনলাইনে সেই আবেদন করা যাবে বলে জানানো হয় ৷ তবে, মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, কেন্দ্রীয় সরকার প্রাথমিকের যে পরীক্ষা নেয়, অর্থাৎ সি-টেট উত্তীর্ণদের এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে ৷ পাশাপাশি 2017 সালের টেট পরীক্ষা রাজ্য় সরকার কেন নিচ্ছে না ? সেই প্রশ্নও তুলেছেন মামলাকারীরা ৷

এখানেই শেষ নয় ৷ মামলাকারীদের অভিযোগ, রাজ্য় সরকার আগে জানিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে কোনও আসন ফাঁকা নেই ৷ কিন্তু, হঠাৎ করে এই নিয়োগের বিজ্ঞপ্তি তাহলে কীভাবে দিল শিক্ষা দপ্তর ? এমনকী বিজ্ঞপ্তিতে কত নিয়োগ হবে তার উল্লেখ করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ৷ এইসব কিছু উল্লেখ রেখে নতুন করে বিজ্ঞপ্তি জারি করার বিষয়, আদালতে দায়ের হওয়া মামলায় উল্লেখ করা হয়েছে ৷ তবে, এই মামলাই নয়, এর আগে 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়ার দাবিতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলাগুলিতে আদালত দ্রুত পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ তবে, নানান কারণ দেখিয়ে রাজ্য় সরকার সেই পরীক্ষা আজও নেয়নি ৷

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে

গত 11 নভেম্বর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়া ঘোষণা করেছিলেন, খুব শীঘ্রই রাজ্য়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ৷ সেই ঘোষণা মতোই 23 নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ ৷ এবিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি ত্রুটি মুক্ত নয় ৷ বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা দরকার কাদের নিয়োগ করা হবে ৷ পাশাপাশি অন্য়ান্য় যোগ্য় প্রার্থীও যাতে বঞ্চিত না হয়, তা রাজ্য় সরকারকে সুনিশ্চিত করতে হবে ৷ এই দাবিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করার আর্জি নিয়ে গিয়েছিলেন বলে জানান ফিরদৌস শামিম ৷ মামলার সেই আবেদন বিচারপতি গ্রহণ করেছেন ৷ আগামী 27 নভেম্বর থেকে এর শুনানি শুরু হবে ৷

ABOUT THE AUTHOR

...view details