কলকাতা, 30 সেপ্টেম্বর : আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার । কিন্তু, কেন্দ্র কৃষি বিল পাশ করানোর পর টাস্ক ফোর্স তেমন কাজ করছে না বলে অভিযোগ । এর জন্য কেন্দ্রের নতুুন আইনকেই দুষলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ।
অত্যাবশ্যক পণ্য আইনে সংশোধনী বিলে চাল, ডাল, আলু, গম, ভোজ্য তেল যত ইচ্ছে মজুতের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র । এই অবস্থায় আলু, পেঁয়াজের দাম বাড়লেও রাজ্য প্রশাসনের গাছাড়া মনোভাব দেখা গিয়েছে বলে অভিযোগ । অত্যাবশ্যক পণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার বিরত রয়েছেন রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা । কারণ, নয়া কৃষি আইনের ফলে কৃষকরা আর রাজ্য সরকার মারফত নয় সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন তাঁদের ফসল । ফলে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারের আর কোনও হস্তক্ষেপ থাকছে না । তাই এই আইনের ফলে মূল্যবৃদ্ধি নিয়ে নজরদারি করার আর কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে ।
লাগামহীনভাবে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম । বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের নির্দেশ মতো দাম নিয়ন্ত্রণের জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে বাজারে কড়া নজরদারি চালিয়েছিল । তারপরও সামান্য দাম কমেনি বরং চড়েছে দাম । আলু কেজি প্রতি 40 টাকা ও পেঁয়াজ কেজি প্রতি 70 টাকা করে রমরমিয়ে বিকোচ্ছে শহর ও শহরতলির বাজারগুলিতে । বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের বৈঠক । তবে বৈঠক না হলেও সরকারের পরামর্শে বাজারগুলিতে কমবেশি নজর রাখতেন টাস্ক ফোর্সের সদস্যরা ।