কলকাতা, 26 সেপ্টেম্বর : পিঁয়াজের দাম বেড়েছে ৷ রাজ্যের বিভিন্ন বাজারে এক কেজি পিঁয়াজের দাম কোথাও 70 টাকা তো কোথাও 80 টাকা ৷ সেখানে বিভিন্ন বাজারে রাজ্য সরকারের সুফল বাংলার স্টলগুলিতে কেজি প্রতি 51 টাকা থেকে 55 টাকায় মিলছে পিঁয়াজ ৷ গতকাল দাবি করেন কৃষি বিপণন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক ৷ পাশাপাশি এ বিষয়ে সহমত পোষণ করেন রাজ্য সরকার নিয়ন্ত্রিত টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেও ।
বাজারে দাম 80 টাকা, সুফল বাংলায় পিঁয়াজ বিকোচ্ছে 51-য় - Price of onion in Sufal Bangla Stall 51 rupees per kg
রাজ্যের বিভিন্ন বাজারে এক কেজি পিঁয়াজের দাম কোথাও 70 তো কোথাও 80 টাকা ৷ সেখানে বিভিন্ন বাজারে রাজ্য সরকারের সুফল বাংলার স্টলগুলিতে কেজি প্রতি 51 টাকা থেকে 55 টাকায় মিলছে পিঁয়াজ ৷ গতকাল দাবি করেন কৃষি বিপণন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক ৷
প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ আনাজের মধ্যে অন্যতম হল পিঁয়াজ । কিন্তু এই পিঁয়াজের দাম এখন আকাশছোঁয়া ৷ তবে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, কেজি প্রতি 51 টাকা থেকে 55 টাকা দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে সুফল বাংলা স্টলে । কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক ETV ভারতকে বলেন, "পিঁয়াজের মূল্য রাজ্যের ওপর নির্ভর করে না । পিঁয়াজ অধিকাংশ ভিন রাজ্য থেকে আমদানি করতে হয় ।" রাজ্য সরকার নিয়ন্ত্রিত টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "দাম বাড়ার মূল কারণ আমাদের রাজ্যে সারা বছর পিঁয়াজের উৎপাদন বেশি হয় না ৷ এ রাজ্যে পিঁয়াজ আসে অন্য রাজ্য থেকে ৷ মহারাষ্ট্রের নাসিক থেকেই বেশি পিঁয়াজটা আসে । এ বছর নাসিকে বন্যা হওয়ার কারণে নষ্ট হয়েছে প্রচুর পিঁয়াজ ৷ ফলে মাল কম আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে । তবে রাজ্য সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করেছে ৷ রাজ্য সরকার সুফল বাংলার স্টলের মাধ্যমে কেজি প্রতি 51 থেকে 55 টাকা মূল্যে পিঁয়াজ বিক্রি করছে । আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমাদের রাজ্য পিঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে । আমাদের রাজ্যে বছরে 8 থেকে সাড়ে 8 লাখ মেট্রিক টন পিঁয়াজ লাগে । এখানে অর্ধেক উৎপন্ন হয় । বাকি অর্ধেকের জন্য অন্যান্য রাজ্যের ওপরে নির্ভরশীল আমরা । তবে আগামী দিনে সমস্যার সমাধান হবে ।"