কলকাতা, 5 এপ্রিল: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধের জেরে কলকাতায় ঊর্ধ্বমুখী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী-সহ খাদ্যদ্রব্যের দাম (price hike in market as prices of fuel is increasing) ৷ আগেই আশঙ্কা করা হয়েছিল পেট্রল, ডিজেলের দাম বাড়লে তার প্রভাবে বাড়তে খাদ্য সামগ্রীর দাম, হবে মূল্যবৃদ্ধি ৷ এই আশঙ্কাই এবার বাস্তবেও প্রতিফলিত হচ্ছে ৷ বাজার-দোকানে গিয়ে এই অগ্নিমূল্যের ছেঁকা খেতা হচ্ছে আম জনতাকে ৷ টান পড়ছে পকেটে ৷ ব্যবসায়ীরা জানাচ্ছেন, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে গত এক সপ্তাহ ধরেই বাড়ছে আনাজ, ভোজ্য তেল, চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ৷
তথ্য বলছে 13 দিন ধরে লাগাতার ঊর্ধবমুখী পেট্রোল-ডিজেলের দাম ৷ মঙ্গলবারও কলকাতায় লিটারপিছু 80 পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ এদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ছিল 114 টাকা 28 পয়সা ৷ ডিজেলের দাম ছিল 99.02 টাকা প্রতি লিটার ৷ প্রায় সাড়ে 4 মাস থমকে থাকার পর 22 মার্চ থেকেই বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম ৷ বেড়েছে রান্নার গ্যাসের দামও ৷ এই দামবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে সবজি, ফল, কাঁচা আনাজের বাজারে ৷