কলকাতা, 29 অগস্ট:কলকাতার শতবর্ষ প্রাচীন পূজগুলির অন্যতম বাগবাজার সর্বজনীন। তবে এবার সেই ঐতিহ্যাশালী পুজো হবে কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুজোর মাসখানেক আগেও হয়নি মন্ডপ। কমিটির নির্বাচন ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সরগরম বাগবাজার (Jolt Around Bagbazar Sarbojanin Durga Puja)। কমিটির নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল হয়ে যাওয়ায় অনিশ্চিত বাগবাজার সর্বজনীন পুজোর ভবিষ্যৎ। তবে যুযুধান দুই পক্ষের আশ্বাস নির্বাচন প্রক্রিয়া স্থগিত হলেও পুজো হবে।
12 বছরের পুজো কমিটির নির্বাচন হল রবিবার। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল এবং পালটা প্যানেল পড়েছে ৷ ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হলেও ছন্দপতন হয় গণনার সময়। সাধারণ সম্পাদক পদে প্রার্থী পার্থ রায় অভিযোগ তোলেন তাঁর বিপরীতে গৌতম নিয়গী বহিরাগতদের নিয়ে এসে গণ্ডগোল করেছে। ব্যালট পেপার ছিঁড়ে নির্বাচন প্রক্রিয়ায় ভন্ডুল করে দিয়েছে। এপ্রসঙ্গে গৌতম নিয়োগির দাবি, "কে কী বলল তা নিয়ে পালটা মন্তব্য করব না। তবে কাল যা ঘটেছে তা কাঙ্খিত নয়।" এর আগে বাগবাজার সর্বজনীন পুজো কমিটির (Bagbazar Sarbojanin Durga Puja) সর্বশেষ কমিটিতে কোষাধ্যক্ষ ছিলেন পার্থ রায়। এবছর তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ছিলেন। শেষ পুজো কমিটির সাধারণ সম্পাদক গৌতম নিয়োগী তিনিও সাধারণ সেই পদে প্রার্থী হন।