কলকাতা, 16 মে : বিদ্যাসাগরের নতুন মূর্তি বাসনোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিলেন উপাচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রাজভবনের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়, বিদ্যাসাগর কলেজে যে স্থানে মূর্তিটি ছিল, সেই স্থানেই নতুন করে বিশ্বিবদ্যালয়কে একটি মূর্তি বসাতে হবে ।
কলেজে নতুন মূর্তি বসানোর নির্দেশ রাজ্যপালের - Vidyasagar Statue
বিদ্যাসাগর কলেজে যে স্থানে মূর্তিটি ছিল, সেই স্থানেই নতুন করে বিশ্বিবদ্যালয়কে একটি মূর্তি বসানোর নির্দেশ দিলেন রাজ্যপাল ।
14 মে বহিরাগত দুষ্কৃতীরা বিদ্যাসাগর কলেজে ঢুকে হামলা চালায় । ভেঙে দেয় কলেজ প্রতিষ্ঠাতার মূর্তি । এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজ্যপাল । বিবৃতিতে জানান, অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত ।
গত মঙ্গলবার অমিত শাহ-র প্রচার বিদ্যাসাগর কলেজের সামনে BJP কর্মী-সমর্থক ও TMCP-র সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষের জেরেই ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এই ঘটনায় BJP ও TMCP একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে । গতকাল রাজ্যপালের সচিব মানব বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতিটি পেশ করেন ।