- নবান্ন থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী । মন্তব্য রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষের ।
- 700 BJP কর্মী আহত হয়েছেন ।
- বাংলায় স্বৈরাচারি সরকার চলছে ।
- দলের একাধিক নেতা আহত হয়েছে ।
- কর্মীদের উপর অহেতুক লাঠিচার্জ করছে পুলিশ ।
- পুলিশের যথাযথ প্রশিক্ষণ নেই । সেই কারণেই এতজন আহত হয়েছেন ।
নবান্ন থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী , সাংবাদিক বৈঠকে দিলীপ - BJP - র সাংবাদিক বৈঠক
![নবান্ন থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী , সাংবাদিক বৈঠকে দিলীপ BJP](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9098670-thumbnail-3x2-tmc.jpg)
প্রতীকী ছবি
16:37 October 08
16:28 October 08
রাজ্যের তরফে অনুমতি দেওয়া হয়নি নবান্ন অভিযানের । তারপরেও BJP কর্মসূচির বিষয়ে বদ্ধপরিকর । আর এই কর্মসূচি ঘিরেই দিনভর ধুন্ধুমার শহর কলকাতা । লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান... দফায় দফায় পুলিশ ও BJP সংঘর্ষ । এরপর সাংবাদিক বৈঠকে বসলেন তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ-সহ অন্যান্য নেতারা ।
- পুলিশ থেকে বোম মারা হয়েছিল । বিস্ফোরক সৌমিত্র খাঁ ।
- নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পালিয়ে গেছেন । এটাই আমাদের সাফল্য । বললেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ।
16:10 October 08
- সরকারের বিরুদ্ধে যিনি মুখ খুলবেন, তাঁরই রাজনৈতিক হত্যা করা হচ্ছে । বললেন, তেজস্বী সূর্য ।
- এ কোন রাজনৈতিক দলের আন্দোলন নয় - এ হল জন আন্দোলন ।
- আজ যুব মোর্চা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল । সেখানে পুলিশ বর্বরোচিত কাজ করেছে ।
- রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুলে পরিণত হয়েছে ।
- আমাদের এক হাজারেরও বেশি কর্মী আহত । পাঁচশোরও বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।
- গতরাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের বাঁধা দেওয়া শুরু হয়েছে ।
- মিছিলে আসা বন্ধ করতে হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল ।
- ঘন নীল রঙের রাসায়নিক ব্যবহার করা হয়েছে জল কামানে । কর্মীদের চামড়া পুড়ে গেছে । বমি হয়েছে ।
- এই নীল রঙের জল কী ছিল, তা খতিয়ে দেখতে কেন্দ্রের তদন্ত করা উচিৎ ।
- আজ থেকে শুরু হল । রাজ্যে BJP সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে । জানালেন তেজস্বী সূর্য।
Last Updated : Oct 8, 2020, 5:36 PM IST