পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় রাজ্য : বাবুল - tmc

রাষ্ট্রপতি শাসনের জন্য দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্য । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । কারণ, মানুষের সমর্থন রয়েছে । আসানসোলের ঘটনা প্রসঙ্গে রাজ্য BJP-র সদর দপ্তরে এমনই মন্তব্য করলেন সাংসদ বাবুল সুপ্রিয় ।

BJP রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়

By

Published : Jul 7, 2019, 8:49 AM IST

Updated : Jul 7, 2019, 9:12 AM IST

কলকাতা, 7 জুলাই: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জন্য কোয়ালিফায়েড মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । তবে রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । আসানসোলের ঘটনা প্রসঙ্গে BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে একথাই বললেন সাংসদ বাবলু সুপ্রিয় ।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাবলু সুপ্রিয় । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "রাষ্ট্রপতি শাসনের দোরগোড়ায় পৌঁছে গেছে রাজ্য । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে BJP ক্ষমতায় আসতে চায় না । কারণ, মানুষের সমর্থন রয়েছে । তাই রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হবে ? তাছাড়া যদিও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিমপ্যাথি ভোট পাবেন না । সেটা ওঁর কাছে প্যাথেটিক ব্যাপার হবে ।"

ভিডিয়োয় শুনুন বাবুলের বক্তব্য

পাশাপাশি BJP সাংসদ অভিযোগ করেন, আসানসোলে যুব মোর্চার র‍্যালিতে পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের লোকজন মুখে কাপড় বেঁধে, হাতে অস্ত্র নিয়ে ঝামেলা করেছে। আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশেই একাজ হয়েছে । এ ঘটনা ন্যক্কারজনক । তিনি বলেন, "কেউ কেউ বলছে, দিল্লিতে থাকাকালীন এই অশান্তিতে নাকি আমি মদত দিয়েছি। এটা সম্পূর্ণ ভুল। ট্যাংরা ও নবদ্বীপে জয়শ্রীরাম বলায় BJP-কর্মীকে মারধর করা হয়েছে । সারা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটছে ।"

আরও পড়ুন : বাবুলের মতো হনুমানের জন্য আসানসোলে খাঁচা তৈরি: জিতেন্দ্র

উল্লেখ্য গত শুক্রবার (5 জুন) আসানসোল পৌরনিগম অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-কর্মীদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে পৌরনিগমের ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা । তখনই পুলিশ লাঠিচার্জ করে । পালটা BJP-র কর্মী-সমর্থকরা ইট-পাটকেল ছোড়ে । এই ঘটনায় গতকাল পুলিশ 10 জন BJP-কর্মীকে গ্রেপ্তার করে ।

Last Updated : Jul 7, 2019, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details