কলকাতা, 20 জুন : রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) বিরোধীদের প্রার্থী বাছাইয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ একাধিক নামও প্রস্তাব করা হয়েছে মমতার তরফে ৷ কিন্তু এবার এক তৃণমূল নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব এল ৷
ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের কাছে এই প্রস্তাব এসেছে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলের তরফে ৷ সেই প্রস্তাবে যশবন্ত সিনহাকে (TMC Leader Yashwant Sinha) রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কথা বলা হয়েছে ৷ যশবন্ত বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে এসেছেন ৷ তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও ছিলেন ৷
যদিও এখনই তৃণমূলের (Trinamool Congress) তরফে বিষয়টিতে সম্মতি জানানো হয়নি বলে খবর ৷ তবে সর্বসম্মতভাবে এমন প্রস্তাব বিরোধীদের তরফে এলে, তা ভেবে দেখা হবে বলে তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন ৷ বিজেপির তরফে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ৷ কিন্তু বিরোধীদের তরফে সর্বসম্মতভাবে একজন প্রার্থী বাছাই করতে প্রচেষ্টা শুরু হয়েছে ৷ গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে ৷