কলকাতা, 18 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট রাজ্য বিধানসভা ৷ তবে, শুধু নির্বাচন নয়, বিতর্কেও জমজমাট বিধানসভার অলিন্দ (Cross Voting Controversy of Presidential Election in State Assembly) ৷ গতকাল থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের আবহে আলোচনায় উঠে এসেছে বিজেপি বিধায়কদের হোটেল সংস্কৃতি ৷ যেভাবে ক্রস ভোটিং রুখতে তড়িঘড়ি বিজেপি বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী ৷
এ দিন রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন যার বিরোধিতা করে টুইট পর্যন্ত করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই টুইট বার্তায় অভিষেক লিখেছেন, ‘‘কর্মের কোনও মেনু নেই ৷ আপনার যা প্রাপ্য, তা আপনি পরিবেশন করেন ৷ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে সর্বদা জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে ৷’’
এমনকী ওই টুইটে বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ নিয়ে ঠাট্টাও করেন অভিষেক ৷ লেখেন, ‘‘হাস্যকর লাগছে, অন্যান্য রাজনৈতিক দলের বিধায়কদের বন্দি করার পরিবর্তে, বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ তাদের উপরেই ভারী পড়ল ! সত্যিই, বাংলা রাস্তা দেখাল ৷’’