কলকাতা, 18 জুলাই : শেষ হল 15তম রাষ্ট্রপতি নির্বাচনের পালা (President Election 2022) । দেশের 28টি রাজ্যের বিধায়ক এবং সাংসদরা নিজেদের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে গোপন ব্যলটের মাধ্যমে ভোট দিলেন ।
আজ, সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোটাভুটির প্রক্রিয়া । আগামী 21 জুলাই দিল্লিতে ভোট গণনা ৷ তারপরেই ঘোষণা করা হবে ফলাফল । আগামী 25 জুলাই শপথ গ্রহণ করবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি ।
সারাদিনের ভোটাভুটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বিধানসভার স্ট্রং রুমে রাখা থাকবে ব্যালট বাক্স । আগামিকাল কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোরের বিমানেই ব্যালট বাক্স পাড়ি দেবে দিল্লির পথে । কলকাতা পুলিশের কড়া নজরদারিতে বিধানসভা থেকে কলকাতা বিমানবন্দরে ব্যালট বক্সটি নিয়ে যাওয়া হবে ।
কমিশন সূত্রে খবর, ব্যালট বাক্সটি কলকাতা থেকে নিয়ে যাবেন ডেপুটি ইলেকশন আধিকারিক সুমন্ত রায় । পাশাপাশি সঙ্গে থাকবেন এআরও সুপ্রতিম ভট্টাচার্য এবং বিধানসভার ওএসডি অরবিন্দ পঞ্চাধ্যায় । এছাড়াও যাবেন বিধানসভার আধিকারিক সোমদেব চট্টোপাধ্যায় । কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দিল্লি বিমানবন্দর থেকে ব্যালট বাক্সটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের রির্টানিং অফিসারের ঘরে ।
আরও পড়ুন :Presidential Election 2022: লড়াইয়ে 'বিজেপি' বনাম 'প্রাক্তন বিজেপি'! রাইসিনা হিলসের কুর্সি কার ?