কলকাতা, 13 অক্টোবর: প্রথম কলকাতা-আগরতলা এক্সপ্রেসের (Agartala-Kolkata Express Train) উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আগরতলা থেকে আজ দুটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করেন তিনি । এই দুটি ট্রেন হল - কলকাতা আগরতলা এক্সপ্রেস এবং আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেস । আজ সকাল 9টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধনী ট্রেনটি ছাড়লেন রাষ্ট্রপতি (President Droupadi Murmu)।
এতদিন গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত ট্রেনটি চলত ৷ এ বার তা আগরতলা পর্যন্ত যাবে । পাশাপাশি আগরতলা থেকে জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত যাবে । নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, এই দুটি ট্রেন আগামী 14 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে । প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার চলবে ট্রেন দুটি ।
আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেসের সম্প্রসারণের জন্য জিরিবাম-ইম্ফল নতুন লাইন তৈরি করা হয়েছে । স্বাভাবিকভাবে এই ট্রেনটি হওয়ার ফলে ওই অংশের সাধারণ মানুষ উপকৃত হবেন ৷ কারণ ট্রাম লাইন না থাকায় সড়ক পথে প্রায় 300 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগত প্রায় 16 ঘণ্টা এবং ট্রেনে সেই সফরের সময় লাগবে মাত্র 7 ঘণ্টা । এছাড়াও নতুন কোচগুলিতে হফমেন বুশ কোচ এবং একটি ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে । রাষ্ট্রপতি এই ভিস্টাডোম কোচটি ঘুরে দেখেন ।