কলকাতা, 13 জানুয়ারি : স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার দাবিতে আগেও একাধিকবার সরব হয়েছিল বামেদের ছাত্র সংগঠন এসএফআই। এদিন আর শুধু বিক্ষোভ নয়, প্রয়োজনে রাতভর অবস্থানের পরিকল্পনা নিয়ে আন্দোলনে নামলেন এসএফআই-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার পড়ুয়ারা। এদিন দুপুর 12টা নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা। যতক্ষণ না তাঁদের ক্যাম্পাস খোলার দাবি কর্তৃপক্ষ আলোচনায় বসছে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানাচ্ছেন নেতৃত্ব। এদিন বিক্ষোভকারীরা কলেজ স্ট্রিটে কিছুক্ষণ অবরোধও করে৷
এদিনের অবস্থান কর্মসূচি থেকে মোট 6 দফা দাবি তুলেছে এসএফআই-এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা। মূল দাবি, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র, গবেষক এবং শিক্ষকদের প্রবেশাধিকার দিতে হবে। পড়ুয়া-সহ সকলের সুবিধার্থে লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অফিসগুলি খুলতে হবে ধাপে ধাপে। ক্রমশ ক্লাস রুমভিত্তিক পঠন-পাঠনকে স্বাভাবিক নিয়মে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে।
এর পাশাপাশি বাকি পাঁচ দফা দাবিগুলির মধ্যে রয়েছে, দুই হস্টেলেই আবাসিকদের ঢুকতে দিতে হবে। পাস-আউট ব্যাচ এবং অন্যান্য সমস্ত ব্যাচের আবাসিকদের জন্য একই নিয়ম রেখে ও কোনও বাধ্যতামূলক ক্লিয়ারেন্স করানোর শর্তে প্রয়োজন মতো জিনিসপত্র নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই অবিলম্বে ক্যাম্পাস খোলার পাশাপাশি একই সঙ্গে উভয় হস্টেলেই আবাসিক থাকার ব্যবস্থাও করতে হবে। অবিলম্বে সম্পূর্ণ সিমেস্টারের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। অভ্যন্তরীণ মূল্যায়ণ থেকে শুরু করে চূড়ান্ত সিমেস্টার অব্দি পরীক্ষার পদ্ধতি, তারিখ ও সময় স্পষ্ট করে জানাতে হবে।
আরও পড়ুন :শহিদ মিনারে শিক্ষকদের আন্দোলন ঘিরে ফের উত্তেজনা
এ ছাড়া, আসন ভরতি না হওয়া পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তরের ভরতি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। পরবর্তীকালে ভরতি হওয়া পড়ুয়াদের জন্য রেমেডিয়াল ক্লাসের ব্যাবস্থা করতে হবে। এই দাবিও তোলা হয়েছে এদিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি থেকে। এসএফআই-এর তরফে দেবনীল পাল জানান, যতক্ষণ না কর্তৃপক্ষ দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রয়োজনে রাত-ভোর অবস্থান চলবে।