কলকাতা, 19 অক্টোবর : মাদকের আমদানি রুখতে এ বার নিরাপত্তা আঁটোসাটো করা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের । সম্প্রতি সংশোধনাগারের মধ্যে থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ার পর হুলস্থুল পড়ে গিয়েছে । তাতেই এ বার জেলের নিখুঁত প্রযু্ক্তির মাধ্যমে জেলের স্ক্যানারগুলির মানোন্নয়নের কথা ভাবা হচ্ছে । এত দিন বন্দিদের এক বার করেই স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হতো । আগামী দিনে একাধিক বার এই পরীক্ষা চালানো যায় যাতে, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে ।
শুধু বন্দিদের পরীক্ষাই নয়, বাইরে থেকে কোনও সামগ্রী এলে, তা-ও স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখা হবে । এ ছাড়াও সংশোধনাগারের অন্দরে বেশ কিছু রদবদল আনা হচ্ছে । যেমন, সপ্তাহে এক দিন অন্তত বন্দিদের কুঠুরিগুলির তল্লাশি নেওয়া, কোনও বন্দির কাছে থেকে মাদকদ্রব্য উদ্ধার হলে নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা । সূত্রের খবর, সংশোধনাগারে থাকা বন্দিরাই মাদক কারবারিদের নিশানায় রয়েছেন । তার খপ্পর থেকে মুক্তি পেতে সংশোধনাগারকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে ।
মাদক সরবরাহে যুক্ত থাকায় পুলিশ ও সিআইডি-র হাতে গ্রেফতার হওয়া বহু বন্দি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । গত 11 সেপ্টেম্বর সেখানে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন এক নাইজিরীয় । জানা যায়, বাইরে থেকে সংশোধনাগারের পাঁচিলের ভিতর মাদকের প্যাকেট ছুড়ে ফেলা হয়েছিল । প্রতারণা মামলায় ধৃত ওই নাইজিরীয় বন্দি প্যাকেটটি তুলতে গেলে, তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় । কারারক্ষীদের নজর থেকে প্যাকেটটি লুকিয়ে ফেলতে গিয়েছিলেন ওই বন্দি । তা নিয়ে কারারক্ষীদের সঙ্গে বচসাও শুরু হয় তাঁর । সেই সময় নাইজিরীয় বন্দিদের একাংশের সঙ্গে পুলিশের হাতাহাতি বেধে যায় । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
এই সংক্রান্ত খবর : প্রাথমিক থেকে স্নাতকোত্তর, প্রেসিডেন্সি জেলে এবার বন্দিদের শিক্ষাদান
তার আগে, 2020 সালের জানুয়ারি মাসেও সংশোধনাগারের ভিতর মাদক পাচারের ঘটনা সামনে আসে । মহম্মদ বাবু নামের এক যুবকের সঙ্গে প্রায় প্রতিদিনই সংশোধনগারে দেখা করতে আসতেন তাঁর মা সায়েদা বেগম । সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, ছেলেকে শুকনো খাবার, বিস্কুট দিয়ে যেতেন সায়েদা । 16 জানুয়ারি পাকা পেঁপে নিয়ে সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে আসেন তিনি । ছেলের হাতে পেঁপে দিয়েও ফেলেন তিনি । কিন্তু পাকা পেঁপে দেখে সন্দেহ হয় কারারক্ষীদের । স্ক্যান করতে দেখা যায়, পেঁপের ভিতর মাদক রয়েছে । এই ধরনের একের পর এক উপায়ে সংশোধনাগারের অন্দরে মাদকের আমদানি রুখতেই এ বার নড়েচড়ে বসলেন সংশোধনাগার কর্তৃপক্ষ ।