পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রসূতি কোরোনায় আক্রান্ত, NRS-এ দুটি বিভাগে রোগী ভরতি বন্ধ

কোরোনায় আক্রান্ত এক প্রসূতি ৷ গত রবিবার তাঁকে ভরতি করানো হয় NRS মেডিকেল কলেজ হাসপাতালে । সূত্রের খবর, প্রসবের আগে এই মহিলার কাছ থেকে কোনও তথ্য জানতে পারছিলেন না চিকিৎসকরা । তাঁরা তথ্য জানার চেষ্টা করতে থাকেন । অবশেষে কিছু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও কোরোনার উপসর্গ মহিলার শরীরে লক্ষ্য করেন চিকিৎসকরা । চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ওই প্রসূতিকে আইসোলেশনে রাখা হয় ।

2 departments were shutdown in NRS Medical college and Hospital
NRS হাসপাতাল

By

Published : Apr 16, 2020, 12:13 PM IST

Updated : Apr 16, 2020, 1:07 PM IST

কলকাতা, 16 এপ্রিল : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার NRS ৷ ফের কোরোনায় আক্রান্ত এক প্রসূতি ৷ সদ্যোজাতসহ তাঁকে এম আর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে ৷

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরে এবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির শরীরে COVID-19-এর খোঁজ পাওয়া গেল । গত রবিবার ওই মহিলাকে ভরতি করানো হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । সূত্রের খবর, প্রসবের আগে তাঁর কাছ থেকে কোনও তথ্য জানতে পারছিলেন না চিকিৎসকরা । তাঁরা ওই মহিলার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করতে থাকেন । অবশেষে দীর্ঘ চেষ্টার পরে কিছু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও কোরোনার উপসর্গ ওই মহিলার শরীরে লক্ষ্য করেন চিকিৎসকরা । চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁকে আইসোলেশনে রাখা হয় । রবিবার গভীর রাতে ওই মহিলা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন । ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন কি না, তা নির্ণয়ের জন্য সোমবার তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য পাঠানো হয় । বুধবার রাতে এই নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । রিপোর্টে জানা যায়, এই প্রসূতি COVID-19-এ আক্রান্ত । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই প্রসূতি এবং তাঁর সন্তানকে টালিগঞ্জে অবস্থিত এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে ।

হাসপাতাল সূত্রে খবর, এই প্রসূতি ঘন্টা তিনেক লেবার রুমে ছিলেন । ওই সময় তাঁর সংস্পর্শে আসেন আরও ৬ প্রসূতি ৷ সেই ৬ জনকে আইসোলেশন করে রাখা হয়েছে । তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হবে তাঁদের মধ্যে কেউ COVID-19-এ আক্রান্ত হয়েছেন কি না । ওয়ার্ডে থাকার সময় এই প্রসূতির সংস্পর্শে অন্য আর কোন কোন রোগী এসেছিলেন কি না, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে । প্রসূতির সংস্পর্শে কতজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এসেছেন, সেই তথ্যও বের করা হচ্ছে । সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর মধ্যে কাউকে কোয়ারান্টাইনে পাঠানো হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে ।

প্রসূতির COVID-19-এর সংক্রমণ ধরা পড়ার জেরে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ওয়ার্ড এবং লেবার রুম জীবাণুমুক্ত করা হবে । এখানে নতুন করে আপাতত কোনও রোগীকে ভর্তি নেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে । এ দিকে, NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অন্য আরও তিন রোগীর শরীরে COVID-19- এর সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে । এই তিন রোগীকেও এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে ।

এর আগে গত ১৩ এপ্রিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রসূতির শরীরেও COVID-19-এর খোঁজ পাওয়া গিয়েছিল । সন্তান জন্ম দেওয়ার পরে জানা গিয়েছিল ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন ।

Last Updated : Apr 16, 2020, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details