পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী, কবির প্রয়াণের 8 দিনের মাথায় করোনাতেই মৃত্যু - শঙ্খ ঘোষের স্ত্রী

করোনাভাইরাসে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ ৷ কবির প্রয়াণের 8 দিনের মাথাতেই তাঁর জীবনাবসান হল ৷ তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন ৷

Pratima Ghosh, wife of Renowned poet Shankha Ghosh passes away
শঙ্খ ঘোষের প্রয়াণের 8 দিনের মাথায় করোনাতেই কবির স্ত্রীর জীবনাবসান

By

Published : Apr 29, 2021, 10:04 AM IST

Updated : Apr 29, 2021, 10:50 AM IST

কলকাতা, 29 এপ্রিল: কবি শঙ্খ ঘোষের পর এ বার করোনাভাইরাস কেড়ে নিল তাঁর স্ত্রী প্রতিমা ঘোষকে ৷ কবির প্রয়াণের 8 দিনের মধ্যেই প্রয়াত হলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷

কবি শঙ্ঘ ঘোষের পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষও ৷ হাসপাতালে যেতে ইচ্ছুক না-হওয়ায় তাঁদের দুজনেরই উল্টোডাঙার বাসভবনে হোম আইসোলেশনে চিকিত্সা চলছিল ৷ চলতি মাসের 21 তারিখ জীবনাবসান হয় প্রখ্যাত কবির ৷ আর তার ঠিক 8 দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন...যাবার বেলায় প্রণাম, প্রণাম!

জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার ৷

দীর্ঘ 65 বছরের দাম্পত্য জীবন ছিল শঙ্খ ঘোষ ও প্রতিমা দেবীর । কবিপত্নীর জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে । প্রতিমাদেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন । তিনি নিজেও ছিলেন একজন বিদূষী মহিলা । তিনি বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছেন । কবির মতো তিনি নিজেও লিখেছেন একাধিক বই । তাঁর প্রতি আমাদের তরফেও রইল শ্রদ্ধার্ঘ্য ৷

Last Updated : Apr 29, 2021, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details