কলকাতা, ২১ ডিসেম্বর:মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেছিলেন, 200-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি । এবার এনিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রশান্ত কিশোর । তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই বিজেপিকে সমস্যায় পড়তে হবে।
শনি ও রবিবার রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে বিজেপি 200 আসনে জয় পাবে। আবার বিজেপির কোনও কোনও নেতা দাবি করছেন যে তৃণমূলের বিধায়ক সংখ্যা এবার 100-এর নিচে নেমে যাবে।
আজ প্রশান্ত কিশোর টুইটারে লেখেন, "বাস্তব পরিস্থিতি হল বিজেপিকে এবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও সমস্যা পড়তে হবে।" বিজেপি এবার বিধানসভা নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিন্তু প্রশান্ত কিশোরের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিবৃদ্ধির বিষয়টি মিডিয়াই ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।
তিনি টুইটারে আরও লিখেছেন, "যদি বিজেপি এর থেকে ভালো কিছু করে তাহলে আমি এখান থেকে চলে যাব।" নেটিজেনদের উদ্দেশ্যে পিকে-র পরামর্শ, এই টুইটের যেন স্ক্রিনশট নিয়ে রাখা হয়।