পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 21, 2020, 1:25 PM IST

Updated : Dec 21, 2020, 4:28 PM IST

ETV Bharat / city

বাংলায় বিজেপি দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারবে না, দাবি প্রশান্ত কিশোরের

অমিত শাহ রাজ্যে এসে দাবি করে গিয়েছেন যে আগামী নির্বাচনে বিজেপি 200টি আসনে জয় পাবে। সোমবার কার্যত এরই জবাব দিয়েছেন প্রশান্ত কিশোর । টুইটারে লিখেছেন, "বাস্তব পরিস্থিতি হল বিজেপিকে এবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও সমস্যায় পড়তে হবে।"

Prashant Kishor claims that BJP will struggle to cross double digits in Bengal poll
ভোটে বিজেপি দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারবে না, দাবি প্রশান্ত কিশোরের

কলকাতা, ২১ ডিসেম্বর:মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেছিলেন, 200-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি । এবার এনিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রশান্ত কিশোর । তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই বিজেপিকে সমস্যায় পড়তে হবে।

শনি ও রবিবার রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে বিজেপি 200 আসনে জয় পাবে। আবার বিজেপির কোনও কোনও নেতা দাবি করছেন যে তৃণমূলের বিধায়ক সংখ্যা এবার 100-এর নিচে নেমে যাবে।

আজ প্রশান্ত কিশোর টুইটারে লেখেন, "বাস্তব পরিস্থিতি হল বিজেপিকে এবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও সমস্যা পড়তে হবে।" বিজেপি এবার বিধানসভা নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিন্তু প্রশান্ত কিশোরের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিবৃদ্ধির বিষয়টি মিডিয়াই ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।

তিনি টুইটারে আরও লিখেছেন, "যদি বিজেপি এর থেকে ভালো কিছু করে তাহলে আমি এখান থেকে চলে যাব।" নেটিজেনদের উদ্দেশ্যে পিকে-র পরামর্শ, এই টুইটের যেন স্ক্রিনশট নিয়ে রাখা হয়।

শনিবার বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । এই যোগদানের পর অমিত শাহ পাঁচ বছরের জন্য সরকার গড়তে দেওয়ার জন্য বাংলার জনগণের কাছে আবেদন করেছেন। তাহলে বিজেপি এই রাজ্যকে সোনার বাংলায় পরিণত করবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

পালটা টুইট করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, "বাংলায় বিজেপির যে সুনামি চলছে তাতে রাজ্যে সরকার তৈরি হওয়ার পর এই দেশকে একজন ভোট কৌশলীকে হারাতে হবে।"

আরও পড়ুন:দিল্লি থেকে আসার দরকার নেই, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে : অমিত শাহ

এদিকে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ২০২১ নির্বাচনের প্রচারে সারা রাজ্যে ৬০০টি সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুয়ারিতে কলকাতায় বিজেপি বিরোধী নেতাদের নিয়েও সভা করতে পারে তৃণমূল।

Last Updated : Dec 21, 2020, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details