কলকাতা, 15 জুন : ঊনিশে হাফ, একুশে সাফ ৷
2019 সালের লোকসভা নির্বাচনের আগে এই স্লোগানই তুলেছিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ ভোটের ফলও হয়েছিল এই স্লোগানের সঙ্গে ভারসাম্য বজায় রেখে ৷ লোকসভায় তৃণমূল কংগ্রেসের (AITC) আসন 2014-র নিরিখে কার্যত অর্ধেক করে দিয়েছিল বঙ্গ-বিজেপি ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে স্লোগানের শেষ অংশের কোনও মিল নেই ৷ বরং ডাবল সেঞ্চুরি মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhiske Banerjee) কৃতিত্ব যতটা, ঠিক ততটাই কৃতিত্ব রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)৷ তাঁর বেঁধে দেওয়া পথে হেঁটেই বঙ্গে গেরুয়া হাওয়া থামিয়ে দিতে পেরেছে ঘাসফুল শিবির ৷
আরও পড়ুন :Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা
তাই প্রশ্ন উঠেছে যে এর পর কী হবে ? তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের এই ‘বন্ধন’ কি অটুট থাকবে ? প্রশান্ত কিশোর, যিনি এখন পিকে নামেই বেশি পরিচিত, তিনি অবশ্য জানিয়ে রেখেছেন যে ভোটকুশলীর দায়িত্ব তিনি পালন করতে চান না ৷ কিন্তু এর পরিবর্তে আগামিদিনে রাজনীতিতে তাঁর ভূমিকা ঠিক কী হবে, তা নিয়ে এখনও তিনি ধোঁয়াশা বজায় রেখেছেন ৷
এই পরিস্থিতিতে পিকের কিছু পদক্ষেপ অবশ্য তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি করেছে৷ তিনি এবার সরাসরি রাজনীতিতে যোগদান করতে চলেছেন বলেও জল্পনা চলছে ৷ কিন্তু তাঁর সংস্থা আইপ্যাকের (IPAC) সঙ্গে তৃণমূলের সম্পর্ক কিন্তু অটুট থাকছে বলে খবর ৷ যদিও এই নিয়ে ঘাসফুল শিবিরের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷
তবে তৃণমূলের একটি সূত্র বলছে যে 2026 সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া থাকবে শাসক দলের ৷ কেন ? কী লাভ হবে এতে ? এই সব প্রশ্নের উত্তর অবশ্য প্রকাশ্যে কোনও শাসক-নেতাই দিতে চাইছেন না ৷ নাম না প্রকাশ করার শর্তে এক নেতা জানালেন, আইপ্যাকের সঙ্গে যুক্ত হওয়ার পর তৃণমূলের ভাল হয়েছে ৷ তাই এই সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে সেটাই স্বাভাবিক ৷
আরও পড়ুন :Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের
তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এ-বারের নির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জাতীয় রাজনীতিতে অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ তাই 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যে এখন থেকেই লড়াই শুরু করতে চাইছেন দলনেত্রী ৷ মোদিকে (Narendra Modi) হারানো যে তাঁর পরবর্তী লক্ষ্য, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা নিজেই ৷