কলকাতা, 27 অগস্ট : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ফোন থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডের দুই মিডিলম্যানের পরিচয় পেয়ে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই (CBI) । ইতিমধ্যেই সল্টলেকের নিউটাউন থেকে প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায় নামে দুই মিডেলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই ।
তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা ছিল ৷ তার মধ্যে সবথেকে বড় ব্যবসা ছিল রিয়েল এস্টেটের । ইতিমধ্যেই প্রসন্ন রায় নিউটাউনের বাড়িতে এবং অফিসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । সেই নথিপত্র দেখে গোয়েন্দারা অনুমান করছেন যে এসএসসির দুর্নীতির কোটি কোটি কালো টাকা (Black Money) সাদা টাকায় পরিণত করার জন্যই রিয়েল এস্টেটের (Real Estate Business) ব্যবসা ফেঁদেছিল ধৃত প্রসন্ন রায় ।
রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আর এই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নির জামাই হলেন প্রসন্ন রায় । পাঁচ বছরের মধ্যেই যাঁর হাল রাতারাতি বদলে যায় । উল্কার গতিতে উত্থান হয় প্রসন্ন রায়ের ।