পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam নিয়োগ দুর্নীতিতে যোগসাজশ বজায় রাখতে এসপি সিনহাকে গাড়ি দিয়েছিল মিডলম্যান প্রসন্ন, তদন্তে মিলল তথ্য - এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা

এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন শান্তিপ্রসাদ সিনহা ৷ তিনি এসএসসির প্রাক্তন উপদেষ্টা ৷ ওই পদে থাকাকালীন তাঁর ব্যবহারের জন্য গাড়ি দিয়েছিলেন প্রসন্ন রায় ৷ তাঁকে মিডলম্যান সন্দেহে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ দুর্নীতির যোগসাজশ বজায় রাখতেই এসপি সিনহাকে গাড়ি দিয়েছিলেন প্রসন্ন ৷ তদন্তে তথ্য পেল সিবিআই ৷

prasanna-roy-arranged-car-for-sp-sinha-to-keep-involvement-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam নিয়োগ দুর্নীতিতে যোগসাজশ বজায় রাখতে এসপি সিনহাকে গাড়ি দিয়েছিল মিডলম্যান প্রসন্ন, তদন্তে মিলল তথ্য

By

Published : Aug 27, 2022, 6:07 PM IST

কলকাতা, 27 অগস্ট : নবম ও দশম শ্রেণির শিক্ষক দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের গাড়ি মাঝেমধ্যেই ব্যবহার করতেন এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) । প্রসন্ন রায়ের মোবাইল ফোন ঘেঁটে এই নতুন তথ্য পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডিলম্যান সন্দেহে সিবিআইয়ের হাতে ধরা পড়েছে প্রদীপ সিংহ নামে অন্য এক ব্যক্তি । জেরায় প্রদীপ সিবিআইকে জানিয়েছেন, প্রসন্ন রায়ের একাধিক ব্যবসার পাশাপাশি একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাও ছিল । একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে পাঠিয়ে এবং দুর্নীতির কমিশনের একটা মোটা অংকের টাকা এসপি সিনহার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত ৷

পাশাপাশি শান্তিপ্রসাদ সিনহাকে একটি গাড়িও দিয়েছিলেন প্রসন্ন ৷ 2014 সালে এই গাড়ি দেওয়া হয় ৷ তার পর থেকে তিনি ওই গাড়িতেই যাতায়াত করতেন ৷ গাড়ির ব্যবসা থাকায় এসপি সিনহার জন্য গাড়ির ব্যবস্থা করতে সমস্যায় পড়তে হত না প্রসন্নকে ৷

গতকাল রাতে উত্তর 24 পরগনার নিউটাউন থেকে প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই । এর আগে নিউটাউন থেকে মিডলম্যান সন্দেহে প্রদীপ সিংহ নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিবিআই । মূলত, এসপি সিনহা এবং প্রদীপ সিংহকে জেরা করেই এই প্রসন্নর নাম পরিচয় পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা ।

জানা গিয়েছে, প্রসন্ন রায়ের সঙ্গে সরাসরি যোগ ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার । এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের নাম, চাকরির প্যানেল লিস্টে নথিভুক্ত করার জন্য এসপি সিনহাকে দুর্নীতি কাণ্ডের লভ্যাংশের একটা মোটা অংকের টাকা পাঠাতে হত প্রসন্নকে ।

আরও পড়ুন :এসএসসি নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই রিয়েল এস্টেটে বিনিয়োগ প্রসন্নর, দাবি সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details