পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

বিস্ফোরক প্রবীর ঘোষাল ৷ বিজেপি থেকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি ৷ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার মাধ্যমে ৷

prabir ghoshal slams bjp through his jagobangla post editorial
Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

By

Published : Nov 17, 2021, 1:47 PM IST

কলকাতা, 17 নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে থাকতে পারছিলেন না ৷ তাই চার্টার্ড বিমানে চেপে দিল্লি গিয়ে যোগদান করেছিলেন বিজেপিতে ৷ প্রায় সাড়ে আট মাস পর উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল ব্যাখ্যা করলেন, ‘‘বিজেপি কেন করা যায় না ?’

বুধবার তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন ৷ সেখানেই তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন ৷ দাবি করেছেন, ‘‘ওখানে (বিজেপি) কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি ৷’’

আরও পড়ুন :RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংবাদিক প্রবীরবাবু ৷ তাঁর সঙ্গে রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়ার মতো একগুচ্ছ রাজনৈতিক নেতা ছিলেন ৷ তবে সেই দলের মূল আকর্ষণ ছিল তখন মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ৷ তিনিই ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ ফলে প্রশ্ন উঠছে, তাহলে প্রবীরও কি এবার ঘাসফুলের পথে ?

প্রবীর ঘোষাল এখনও বিজেপিতে ৷ কিন্তু কী অবস্থায় তিনি দলে রয়েছেন, তা তিনি জানেন না বলে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রবীরবাবু ৷ তাঁর সঙ্গে ভোটের পর থেকে বিজেপির শীর্ষ স্থানীয়দের কারও কোনও যোগাযোগ নেই বলেই তিনি মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন :Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

কিন্তু বিজেপিতে থাকাকালীন তিনি কী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন, সেই নিয়ে কোনও রাখঢাক করেননি প্রবীরবাবু ৷ বরং জাগোবাংলায় লিখেছেন যে উত্তরপাড়ায় বিজেপির টিকিটে লড়াই করার সময় তাঁকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছে ৷ তাছাড়া আরও নানা অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে ৷

Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

কিন্তু বিজেপিতে থেকে অন্যদলের মুখপত্রে লেখা এবং এই ধরনের বিস্ফোরক অভিযোগ করা কি দল বিরোধী কাজ নয় ? প্রবীর ঘোষাল অবশ্য বলছেন যে তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের আর কোনও মানসিক যোগাযোগ নেই ৷ আর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৷

আরও পড়ুন :BJP's Alleged Audio Leak: 1 লাখ ফেললে পৌরভোটে বিজেপির টিকিট ! ভাইরাল অডিয়ো ক্লিপিং নিয়ে ময়দানে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details