কলকাতা, 19 অগাস্ট : পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিদ্যুতচালিত গাড়ি ব্যবহার করা শুরু করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ব্যাটারি চালিত গাড়িতে চড়ে বিদ্যুৎ ভবনে যান তিনি। শুধুমাত্র মন্ত্রী নন, এবার থেকে ব্যাটারি চালিত গাড়ি মন্ত্রী ছাড়াও ব্যবহার করবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের প্রিন্সিপাল সচিব এবং বিদ্যুৎ দপ্তরের সচিব।
পরিবেশ বাঁচাতে বৈদ্যুতিন গাড়ি ব্যবহার শুরু করলেন বিদ্যুৎ মন্ত্রী - POLLUTION
গোটা বিশ্বজুড়ে বেড়ে চলেছে দূষণের মাত্রা। লকডাউনের সময় দূষণের মাত্রা কম থাকলেও বর্তমানে আনলক পিরিয়ডে ফের পুরনো অবস্থানে ফিরছে শহর ও শহরতলী। উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের অন্দরে। এমতাস্থায় খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যের মন্ত্রী - সচিবরা। দূষণের মাত্রার কথা মাথায় রেখে বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিলেন তাঁরা।
গোটা বিশ্বজুড়ে বেড়ে চলেছে দূষণের মাত্রা। লকডাউনের সময় দূষণের মাত্রা কম থাকলেও বর্তমানে আনলক পিরিয়ডে ফের পুরনো অবস্থানে ফিরছে শহর ও শহরতলী। উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের অন্দরে। এমতাস্থায় খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যের মন্ত্রী - সচিবরা। দূষণের মাত্রার কথা মাথায় রেখে বিদ্যুৎচালিত গাড়ি চড়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা। শুধু সিদ্ধান্ত নয়, মঙ্গলবার থেকেই বাস্তবায়ন ঘটলো। ব্যাটারি চালিত গাড়িতে চেপেই নিজের দপ্তর সল্টলেকের বিদ্যুৎ ভবনে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
আপাতত ব্যাটারি চালিত মোট পাঁচটি গাড়ি চলবে। বাকি চারটি গাড়ি ব্যবহার করবেন সচিবেরা। এই তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রিন্সিপাল সচিব এবং বিদ্যুৎ দপ্তরের সচিব। "বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, পরিবেশ রক্ষা করার জন্য বিদ্যুৎচালিত গাড়ি একটা বিকল্প। সবে শুরু করা হলো। এখন চার্জিং পয়েন্ট বেশি নেই । বেশি চার্জিং পয়েন্ট থাকলে সুবিধা হবে।"