কলকাতা, 19 মে: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে এ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। সেই বিপর্যয়ের কথা মাথায় রেখেই রাজ্যের বিদ্যুৎ দপ্তর পূর্ণ শক্তিতে দুর্যোগ মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ এক বিবৃতিতে জানিয়েছেন, যে কোনওরকম পরিস্থিতির জন্য বিদ্যুৎ দপ্তর তৈরি। কোরোনা চিকিৎসা কেন্দ্রগুলি ও অন্য হাসপাতালে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।
আগামীকাল সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণঝড় আমফানের । আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । যে কারণে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। তবে, ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতার। এই পরিস্থিতিতে প্রস্তুত থাকছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। গোটা রাজ্যেই 24 ঘণ্টা নিরবচ্ছিন্ন ভাবে কর্মীরা তৈরি থাকবেন। সোমবার একথা জানান মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।