কলকাতা ও হুগলি, 10 মে : মহার্ঘ আলু । জ্যোতি বিকোচ্ছে 30 টাকায়, চন্দ্রমুখী 40 । ফলে ভোজন রসিক বাঙালির আলু প্রেমে মন্দা । সপ্তাহখানেক ধরে সামগ্রিক বাজারদর ক্রমশ ঊর্ধ্বমুখী । এপ্রিল থেকে একের পর এক উৎসব পেরিয়ে ধাপে ধাপে চড়েছে মাছ, মাংস থেকে সমস্ত সবজির দাম ।
তবে মে মাঝামাঝি এসে যেভাবে আলুর দাম চড়ছে (Potato price soars in West Bengal), তাতে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের । এমনকি হুগলিতেও আলুর দামে নাগাল ক্রমশ মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে ৷ অথচ হুগলিই আলু চাষে দেশের উল্লেখযোগ্য জায়গায় রয়েছে ৷ চাষিদের আশঙ্কা, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে, বর্ষায় বা ডিসেম্বরে আরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে ।
কেন দাম বাড়ল আলুর ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) গড়ে দেওয়া টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের কথায়, যে আলু আগে বস্তা প্রতি বিক্রি হত 800 থেকে 850 টাকায়, তার দাম বেড়ে হয়েছে 1300 টাকা । চন্দ্রমুখী আলুর বস্তা প্রতি বিক্রি হত 1100 থেকে 1200 টাকার মধ্যে তার দাম বেড়ে হয়েছে 1700 টাকার কাছাকাছি । অত্যাধিক মূল্য বৃদ্ধির জন্য বিক্রেতা থেকে ক্রেতা সমস্যায় পড়েছেন সবাই ।
তিনি আরও বলেন, ‘‘এবার প্রকৃতির খামখেয়ালিপনার জন্য আলুর ফলন কম হয়েছে । স্বাভাবিক ভাবেই বাজারে আলুর জোগান কম আছে । রাজ্যে প্রতি বছর 1 কোটি 10 লক্ষ মেট্রিকটন আলুর ফলন হয় । তবে এবার তা কমে 80 লক্ষ মেট্রিকটনে দাঁড়িয়েছে । একই সঙ্গে গত বছর বাংলার হিমঘরগুলিতে 14 কোটি 48 লক্ষ প্যাকেট আলু মজুত হয়েছিল । এ বার সাড়ে 12 কোটি প্যাকেট রয়েছে ।’’ তিনি আশা প্রকাশ করেছেন রাজ্য সরকারের তরফ থেকে উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে আলু নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে । ওই আলু চলে এলে রাজ্যে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে ।