কলকাতা, 10 মে : কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করল কমান্ড হাসপাতাল (Postmortem Report of Arjun Chowrasia Submitted to The Calcutta High Court) ৷ যেখানে তাঁর মৃত্যুর কারণ, গলা ফাঁস লেগে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ৷ তবে, তাঁর গলায় কিছু দাগও রয়েছে বলে রিপোর্ট জানানো হয়েছে ৷ সব তরফের বক্তব্য শোনার পর পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট-সহ সব নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
6 মে বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ যে রিপোর্ট আজ মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ৷ যে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গলা ফাঁস লেগে মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার ৷ তবে, তাঁর গলায় কিছু দাগ পাওয়া গিয়েছে ময়নাতদন্তে ৷ এ দিন রিপোর্ট আদালতের হাতে তুলে দেওয়ার পর, আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, আদালত চাইলে পরবর্তী নির্দেশ দিতে পারে ৷
এ দিন ময়নাতদন্তের রিপোর্ট পেশের পর অ্যাডভোকেট জেনারেল আদালতে তাঁর সওয়ালে বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি মৃত্যুর ঘটনায় ৷ রাজ্য পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে তদন্ত শুরু করেছে ৷ আইন অনুযায়ী, ময়নাতদন্তের পর তদন্তকারী আধিকারিকদের কাছে রিুপোর্ট হস্তান্তর করতে হয় ৷ অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও, কেন কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হল ? জানা নেই ৷ পুলিশের উপর ভরসা নেই বুঝলাম, চিকিৎসকদের বিষয়টা বুঝতে পারলাম না ৷’’