কলকাতা, 24 জুন: চলতি বছর থেকে অনলাইনে নেওয়া হবে স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা । অ্যাডমিশনের মতো এবার থেকে প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় । আজ সাংবাদিক বৈঠকে একথাই জানালেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ।
আজ সাংবাদিক বৈঠকে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম নেই । আমরাই প্রথম অনলাইনে প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা চালু করছি । বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কলেজেও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয় । সেই কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট 66টা বিভাগ আছে । সব বিভাগের ক্ষেত্রেই অনলাইনে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে । এটা একটা আধুনিক পদক্ষেপ। " তিনি আরও বলেন, " যদি OMR শিটে পরীক্ষা নেওয়া হত, তাহলে পরীক্ষার প্রশ্নপত্র হলে পৌঁছানো, প্রশ্নপত্রের প্যাকেট খোলা, সবেতেই হিউম্যান টাচ থেকে যেত । অনলাইন পরীক্ষা নেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো এড়ানো যাবে । দ্রুততার সঙ্গে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট এসে যাবে এবং পরীক্ষার্থীরা খুব অল্পদিনের মধ্যেই তাঁদের ফল জানতে পারবেন। "
উপাচার্য জানান, এই অনলাইন পরীক্ষার সেন্টার থাকবে একটি বা দুটি । প্রবেশিকা পরীক্ষায় 100 নম্বরের জন্য সময় বরাদ্দ করা হবে এক ঘণ্টা । 50টি MCQ থাকবে । সঠিক উত্তর দিলে প্রশ্নপিছু 2 নম্বর দেওয়া হবে । ভুল উত্তরের জন্য 0.5 মাইনাস মার্কিং হবে । মেধাতালিকা তৈরির সময় যদি দেখা যায়, দুইজন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন সেক্ষেত্রে যার সবথেকে কম নেগেটিভ মার্কিং থাকবে, তাঁকে প্রাধান্য দেওয়া হবে ।