পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা অনলাইনে, সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের - admission

অ্যাডমিশনের মতো এবার থেকে অনলাইনে স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

কলকাতা বিশ্ববিদ্যালয়

By

Published : Jun 24, 2019, 11:15 PM IST

Updated : Jun 24, 2019, 11:39 PM IST

কলকাতা, 24 জুন: চলতি বছর থেকে অনলাইনে নেওয়া হবে স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা । অ্যাডমিশনের মতো এবার থেকে প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় । আজ সাংবাদিক বৈঠকে একথাই জানালেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ।

আজ সাংবাদিক বৈঠকে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম নেই । আমরাই প্রথম অনলাইনে প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা চালু করছি । বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকটি কলেজেও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয় । সেই কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট 66টা বিভাগ আছে । সব বিভাগের ক্ষেত্রেই অনলাইনে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে । এটা একটা আধুনিক পদক্ষেপ। " তিনি আরও বলেন, " যদি OMR শিটে পরীক্ষা নেওয়া হত, তাহলে পরীক্ষার প্রশ্নপত্র হলে পৌঁছানো, প্রশ্নপত্রের প্যাকেট খোলা, সবেতেই হিউম্যান টাচ থেকে যেত । অনলাইন পরীক্ষা নেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো এড়ানো যাবে । দ্রুততার সঙ্গে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট এসে যাবে এবং পরীক্ষার্থীরা খুব অল্পদিনের মধ্যেই তাঁদের ফল জানতে পারবেন। "

ভিডিয়োয় শুনুন উপাচার্যের বক্তব্য

উপাচার্য জানান, এই অনলাইন পরীক্ষার সেন্টার থাকবে একটি বা দুটি । প্রবেশিকা পরীক্ষায় 100 নম্বরের জন্য সময় বরাদ্দ করা হবে এক ঘণ্টা । 50টি MCQ থাকবে । সঠিক উত্তর দিলে প্রশ্নপিছু 2 নম্বর দেওয়া হবে । ভুল উত্তরের জন্য 0.5 মাইনাস মার্কিং হবে । মেধাতালিকা তৈরির সময় যদি দেখা যায়, দুইজন পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন সেক্ষেত্রে যার সবথেকে কম নেগেটিভ মার্কিং থাকবে, তাঁকে প্রাধান্য দেওয়া হবে ।

ইতিমধ্যেই চালু হয়েছে স্নাতকোত্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া । গত বছরই বিশ্ববিদ্যালয় ও তার অধীনের কলেজগুলোতে স্নাতকোত্তরের যে আসন রয়েছে তার 60 শতাংশ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ও বাকি 40 শতাংশে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । আজ উপাচার্য জানান, 40 শতাংশ আসনের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। বাকি 60 শতাংশ আসনে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে । সেজন্য কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, মলিকিউলার বায়োলজি ও হিউম্যান রাইটস এই চারটি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে । 60 শতাংশ আসনের জন্য এই চারটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর ক্ষেত্রে মেধার ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। পাশাপাশি, আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য হোম অ্যাওয়ে পরীক্ষাকেন্দ্রের ভাবনাচিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : অধ্যাপিকাকে হেনস্থা, প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ অধ্যাপকদের

উল্লেখ্য , এখনও বিশ্ববিদ্যালয়ের B.A, B.Sc ও B.Com-এর ফল প্রকাশ হয়নি। উপাচার্য জানান, আগামীকাল অর্থাৎ 25 জুলাই অনার্সের ফাইনাল ইয়ারের ফলপ্রকাশ করা হবে । আর জেনেরাল কোর্সের ফলাফল বের হবে ১৪ জুলাই ।

Last Updated : Jun 24, 2019, 11:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details