পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Extortion Allegation: পুজোর নামে তোলাবাজি, কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল

দুর্গা পুজোর নাম করে তোলাবাজির (Extortion Allegation) অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ এই নিয়ে পোস্টার পড়েছে শ্রদ্ধানন্দ পার্কে (Poster alleges TMC councillor of extortion)৷

Poster alleges TMC councillor of extortion on pretext of Durga Puja
পুজোর নামে তোলাবাজি, কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল

By

Published : Sep 23, 2022, 6:46 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর:দুর্গাপুজোর নাম করে তোলাবাজির (Extortion Allegation) অভিযোগ ! তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই পোস্টার পড়েছে পার্কে (Poster alleges TMC councillor of extortion)। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন কলকাতা পৌরনিগমের 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায় ।

অভিযোগ, শ্রদ্ধানন্দ পার্কে শিয়ালদা 9-এর পল্লির দুর্গাপুজোর জন্য চাঁদা তোলার নামে তোলাবাজি করছেন তিনি । শ্রদ্ধানন্দ পার্কে এই নিয়ে শুক্রবার সকালে একটি পোস্টার দেখা যায় । সেই পোস্টার ঘিরে শুরু হয় শোরগোল । 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওখানে গাঁজার ঠেক চলত । সেটা বন্ধ করেছি বলেই এত গাত্রদাহ (Extortion on pretext of Durga Puja)।

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে পথচলতি লোকজন শ্রদ্ধানন্দ পার্কের গায়ে একাধিক জায়গায় পোস্টার দেখতে পান । তাতে দুর্গোৎসব কমিটির পুজোর জন্য ফান্ড জোগাড়ের নাম করে তোলাবাজির অভিযোগ করা হয়েছে । লেখা ছিল, 'দুর্গাপুজোর নাম করে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজি মানছি না, মানব না ।' কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি ।

আরও পড়ুন:ট্যাক্সের নামে তোলাবাজি ! অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে মোনালিসা জানান, "ভালো কাজ করতে গেলে এমন হবে । ওই এলাকায় গাঁজার ঠেক বসত । দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলত । সেটাকে বন্ধ করিয়েছি । সেটা অনেকেই মেনে নিতে পারেননি । প্রতি বছর 9-এর পল্লির পুজো ছোট করে হত । এ বার তা বড় করে আয়োজনের ব্যবস্থা করেছি । আর তাতেই এঁদের গাত্রদাহ হয়েছে ।"

তাঁর পালটা অভিযোগ, কয়েকদিন আগেই তাঁদের 9-এর পল্লির পুজোর পোস্টার সরিয়ে দিয়েছিল স্থানীয় অপর একটি পুজো কমিটি । এক-দু'দিন আগেই সেই পুজো কমিটির পোস্টার সরিয়ে ফের নিজেদের পুজোর পোস্টার লাগান শ্রদ্ধানন্দ পার্কের পুজো উদ্যোক্তারা । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এমন 'অপমানকর' পোস্টার লাগানো হয়েছে বলে দাবি 9-র পল্লি পুজো উদ্যোক্তাদের । তাঁরা আশঙ্কা করছেন, ওই পুজো কমিটি কিংবা এলাকার কিছু গাঁজাখোর দুষ্কৃতী এই ঘটনার পেছনে যুক্ত । মোনালিসা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করারও ভাবনা-চিন্তা করছেন বলে জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details