কলকাতা, 23 সেপ্টেম্বর:দুর্গাপুজোর নাম করে তোলাবাজির (Extortion Allegation) অভিযোগ ! তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই পোস্টার পড়েছে পার্কে (Poster alleges TMC councillor of extortion)। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন কলকাতা পৌরনিগমের 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায় ।
অভিযোগ, শ্রদ্ধানন্দ পার্কে শিয়ালদা 9-এর পল্লির দুর্গাপুজোর জন্য চাঁদা তোলার নামে তোলাবাজি করছেন তিনি । শ্রদ্ধানন্দ পার্কে এই নিয়ে শুক্রবার সকালে একটি পোস্টার দেখা যায় । সেই পোস্টার ঘিরে শুরু হয় শোরগোল । 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওখানে গাঁজার ঠেক চলত । সেটা বন্ধ করেছি বলেই এত গাত্রদাহ (Extortion on pretext of Durga Puja)।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে পথচলতি লোকজন শ্রদ্ধানন্দ পার্কের গায়ে একাধিক জায়গায় পোস্টার দেখতে পান । তাতে দুর্গোৎসব কমিটির পুজোর জন্য ফান্ড জোগাড়ের নাম করে তোলাবাজির অভিযোগ করা হয়েছে । লেখা ছিল, 'দুর্গাপুজোর নাম করে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজি মানছি না, মানব না ।' কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি ।