কলকাতা, 22 অগস্ট: ভোট পরবর্তী হিংসার ঘটনায় (post poll violence case) শাসকদল তৃণমূলের অত্যাচারে বাড়িতে থাকতে পারছে না পরিবার । বাড়ি ছাড়া স্বামী ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক মহিলা ৷
আবেদনকারী ওই মহিলা জানিয়েছেন, তাঁদের বাড়ি হুগলির সপ্তগ্রামে ৷ তাঁর স্বামী বিষু চৌধুরী বেশ কিছুদিন ধরে ঘরে ফিরতে পারছেন শাসক দলের ভয়ে । ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি ৷ তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ৷ বাধ্য হয়ে তাই স্বামীকে ঘরে ফেরানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ একইসঙ্গে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, ভারতের প্রধান বিচারপতি ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ওই মহিলা অনুরোধ করেছেন তাঁর স্বামীকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ৷