পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 31, 2022, 3:32 PM IST

ETV Bharat / city

Changes in Cabinet and TMC Soon: মন্ত্রিসভা থেকে সংগঠন, পার্থর ধাক্কায় একাধিক রদবদলের সামনে শাসকদল

সম্ভবত আগামিকালই রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল এবং সম্প্রসারণের কাজ সেরে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Possible Changes in State Cabinet and TMC Leadership Very Soon) ৷ নবান্ন সূত্রে, এমনটাই জানা যাচ্ছে ৷ সেই সঙ্গে খুব দ্রুত তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রেও একাধিক বদল দেখা যেতে পারে ৷

possible-changes-in-state-cabinet-and-tmc-leadership-very-soon
possible-changes-in-state-cabinet-and-tmc-leadership-very-soon

কলকাতা, 31 জুলাই: মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আগেই সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ বার মন্ত্রিসভার সম্প্রসারণের পালা ৷ আগামিকাল অর্থাৎ, সোমবারই মন্ত্রিসভার সম্প্রসারণ সেরে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Possible Changes in State Cabinet and TMC Leadership Very Soon) ৷ অন্তত তৃণমূল সূত্র থেকে তেমনটাই জানা যাচ্ছে ৷ এখনও পর্যন্ত যা খবর, মন্ত্রিসভায় কিছু নতুন মুখ নিয়ে আসতে চাইছেন মুখ্যমন্ত্রী (Expansion of State Cabinet) ৷ যাঁদের পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এবং তাঁরা কর্মঠ বলে পরিচিত ৷ এক্ষেত্রে আলাদা করে কোনও নাম প্রকাশ্যে না এলেও, যতদূর শোনা যাচ্ছে সোমবার মন্ত্রিসভায় রদবদল করেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ৷

তবে, বদল যে শুধু মন্ত্রিসভায় হতে চলেছে এমনটা নয় ৷ মন্ত্রিসভার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যে একটা বড় বদল দেখা যেতে পারে ৷ এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) একসঙ্গে একাধিক গুরুদায়িত্ব পালন করতেন ৷ সেই পদগুলিও ভাগ করে দেওয়া হতে পারে ৷ তৃণমূল সূত্রে খবর, কোনও নেতার উপর যাতে চাপ না বারে, সেই দিকে খেয়াল রেখেই দায়িত্বগুলি বন্টন করে দিতে চান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) ৷

যতদূর জানা গিয়েছে, ইতিমধ্যেই এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে মমতার ৷ যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) জড়িয়েছে এবং তার সঙ্গে একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের ভাবমূর্তি ৷ পাশাপাশি পার্থর ব্যক্তিগত জীবনও চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ এই অবস্থায় সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে তৃণমূল শীর্ষনেতৃত্ব ৷ পার্থকে আপাতত সমস্ত পদ থেকে সরিয়ে দিয়ে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে তৃণমূল ৷

যদিও, তার পরেও বিরোধীদের প্রশ্নবান থেকে বাঁচতে পারছে না শাসকদল ৷ আর তাই তৃণমূলের তরফে আগামী দিনে বেশ কিছু সাংগঠনিক রদবদল দেখা যেতে পারে ৷ মূলত এই সাংগঠনিক রদবদল করে দলীয় কর্মী ও সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা হবে যে, কোনও দুর্নীতিই গ্রহণযোগ্য নয় ৷ কোনও অবস্থাতেই দল এসব মেনে নেবে না ৷

আরও পড়ুন:তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের

অন্যদিকে নবান্ন সূত্রে মন্ত্রিসভায় রদবদল সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, তাতে আগামী দিনে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর দফতর বদল হতে চলেছে ৷ একই সঙ্গে মন্ত্রিসভায় আসতে চলেছেন একাধিক নতুন মুখ ৷ যতদূর শোনা যাচ্ছে, নতুন মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়, নির্মল ঘোষ, তাপস রায়দের নাম থাকতে পারে ৷ সোমবার অর্থাৎ, মাস পয়লায় আরও একবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে ৷ রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপালের অনুমোদন পেলে, দ্রুত নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানও সম্পন্ন হতে পারে ৷

আর তৃণমূলের সংগঠন প্রসঙ্গে বলতে গেলে বলা যায়, মহাসচিব পদটি পাকাপাকিভাবে তুলে দেওয়া হতে পারে ৷ এক্ষেত্রে ঘাসফুল শিবিরের রাজ্য কমিটিতে কিছুটা পরিবর্তন করা হতে পারে ৷ এমনকি এটাও শোনা যাচ্ছে, আগামী 29 অগস্টের পর তৃণমূল ছাত্র পরিষদেও সাংগঠনিক রদবদল করা হবে ৷

আরও পড়ুন:পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বারের দিল্লি সফরও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এমনিতেই এ বারের নীতি আয়োগের বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই যোগ দিচ্ছেন ৷ থাকছেন বাংলার মুখ্যমন্ত্রীও ৷ কিন্তু, মমতা যে শুধু নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে ফিরে আসবেন, তেমনটা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এক্ষেত্রে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলাদা করে বৈঠক করার জন্য সময় চাইতে পারেন মমতা ৷ পাশাপাশি, সাক্ষাৎ করার চেষ্টা করবেন নবনির্বাচিত ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও ৷

আরও পড়ুন:'আমাদের দল খুব কঠোর', পার্থর অপসারণ নিয়ে প্রতিক্রিয়া মমতার

ABOUT THE AUTHOR

...view details