পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী সপ্তাহেই পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা - State Election Commission

গতকাল 18টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এবং সচিব নীলাঞ্জন শান্ডিল্য ৷ সূত্রের খবর, বৈঠকে প্রত্যেক জেলার স্পর্শকাতর বুথের সংখ্যা, ভোটকেন্দ্রের অবস্থা, ভোটকর্মী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ৷ আগামী সপ্তাহে পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল ।

State Election Commission
রাজ্য় নির্বাচন কমিশন

By

Published : Mar 5, 2020, 2:05 AM IST

কলকাতা, 5 মার্চ : প্রস্তুতি প্রায় শেষ । সবক'টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক সম্পূর্ণ । রাজ‍্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠিও দেওয়া হয়েছে গত সপ্তাহেই । দুই-একদিনের মধ্যেই চিঠি দেওয়া হবে মুখ্যসচিবকে । তবে সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ইঙ্গিত পেয়ে গেছে রাজ্য নির্বাচন কমিশন । সেই ইঙ্গিত বলছে আগামী সপ্তাহে পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল । গতকাল জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নাকি এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে ।

নির্বাচন কমিশনে 18টি জেলার জেলাশাসকদের সঙ্গে গতকাল বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এবং সচিব নীলাঞ্জন শান্ডিল্য । বৈঠকে প্রত্যেক জেলার স্পর্শকাতর বুথের সংখ্যা, ভোটকেন্দ্রের অবস্থা, ভোটকর্মী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর । স্পর্শকাতর বুথের সংখ্যা নিয়ে পরবর্তী পর্যায়ে বিভিন্ন জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হতে পারে কমিশনে । ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক লোকসভা নির্বাচনের অভিজ্ঞতার কথা রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে গেছেন ৷ তিনি বেশ কয়েকটি নির্দিষ্ট ফর্মুলা দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে । সূত্রের খবর তেমনটাই । আর সেই সূত্র ধরেই রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের সঙ্গে বৈঠকে বসতে চাইছে রাজ্য নির্বাচন কমিশনার । লক্ষ্য একটাই । অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন ।

সূত্রের খবর, গতকালের বৈঠকে মূলত ছ'টি বিষয় নিয়ে আলোচনা হয় । জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ স্টেশনের পরিকাঠামো দ্রুত প্রস্তুত করতে হবে । ভোটকর্মীদের তথ্য নির্দিষ্ট সময়ে জানাতে হবে । বিরোধী রাজনৈতিক দল এবং ভোটারদের অভাব-অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া গ্রিভান্স সেল কার্যকরী ব্যবস্থা নেবে । জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে 24 ঘণ্টার গ্রিভান্স ম্যানেজমেন্ট সেল তৈরি করা হয় । প্রসঙ্গত, এবার এই প্রথম অনলাইনে অভাব-অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ, বিরোধীসহ সবক'টি রাজনৈতিক দল ।

ABOUT THE AUTHOR

...view details