পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : কলকাতায় আইপিএল প্লে-অফেও বৃষ্টির ভ্রুকুটি, ভাসবে উত্তরবঙ্গও - IMD Kolkata Forecast partly cloudy sky

শনিবারের ঝোড়ো হাওয়া সঙ্গে বিরাট বৃষ্টি, দুইয়ের দাপটে বিধ্বস্ত হয়েছে ইডেন গার্ডেন্স । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনেও বৃষ্টির ভ্রুকুটি জারি রয়েছে বঙ্গে ৷ আইপিএল মহারণের দিনেও ভাসতে পারে তিলোত্তমা (West Bengal Weather Update) ৷

Weather Update
আইপিএল প্লে-অফেও বৃষ্টির ভ্রুকুটি

By

Published : May 23, 2022, 7:05 AM IST

কলকাতা, 23 মে : দু'বছর পরে ইডেনে ফিরছে আইপিএল । মঙ্গলবার ও বুধবার কলকাতায় আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বঙ্গে ৷ সেক্ষেত্রে আইপিএল মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন (West Bengal Weather Update) ৷

প্লে-অফে খেলতে ইতিমধ্যেই শহরে চারদলের ক্রিকেটাররা চলে এসেছেন । যদিও রবিবার ঝড়-বৃষ্টির কারণে প্র্যাকটিসে নামতে পারেননি খেলোয়াড়েরা । সোমবারও বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে অনুশীলন । সেক্ষেত্রে প্রকৃতির খামখেয়ালিপনায় অনুশীলন ছাড়াই হাইভোল্টেজ ম্যাচে নামতে হতে পারে কোহলিদের ৷

হাওয়া অফিস বলছে আজ এবং আগামিকাল দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার তারতম্য দুই থেকে তিন ডিগ্রি হতে পারে । প্রথম দু'দিন অর্থাৎ আজ এবং আগামিকাল বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও বুধবার থেকে তা কমতে থাকবে । উত্তরবঙ্গে অবশ্য ঝড়-বৃষ্টির কোনও পরিবর্তন নেই (IMD Kolkata Forecast partly cloudy sky) ।

আরও পড়ুন : প্লে-অফেও ইডেনে বৃষ্টির ভ্রুকুটি, ম্যাচ ভেস্তে গেলে কী বলছে আইপিএলের নিয়ম ?

রবিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । এদিন সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে । ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে । আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করার পরে কেরল পরবর্তী গন্তব্য । তারপর বাংলায় প্রবেশ করবে । তা নির্ধারিত সময়ের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে এখন মেঘ-বৃষ্টি-গরম সামলে অপেক্ষা বর্ষার আগমনের ৷

ABOUT THE AUTHOR

...view details