পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Weather : নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া - ভারী বৃষ্টিপাত

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে ৷ আগেই উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক করা হয়েছে ৷ আজ সকাল থেকে দিঘার সমুদ্রে জলচ্ছ্বাস দেখা গিয়েছে ৷

Heavy Rainfall till Wednesday in South Bengals District informed by Alipur Weather Office
নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গে ঝোড়ো হাওয়া

By

Published : Sep 13, 2021, 6:14 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত চলবে ৷ আজ এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অন্যান্য জেলাগুলিতে সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটারের কাছাকাছি থাকবে ৷

প্রসঙ্গত, আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে ৷ আজ সকাল থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতায় ৷ আগামী কয়েক ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন :Digha : দিঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, মাইকিং করে সতর্কতা

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতাযর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হচ্ছে 7.0 মিলিমিটার ৷ উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ওড়িশার চাঁদবালির কাছে স্থলভাগে প্রবেশ করেছে ৷ এই গভীর নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details