কলকাতা, 13 সেপ্টেম্বর : বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টিপাত চলবে ৷ আজ এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অন্যান্য জেলাগুলিতে সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটারের কাছাকাছি থাকবে ৷
প্রসঙ্গত, আগামী 24 ঘণ্টায় দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে ৷ আজ সকাল থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতায় ৷ আগামী কয়েক ঘণ্টায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
আরও পড়ুন :Digha : দিঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস, মাইকিং করে সতর্কতা