কলকাতা, 29 অগাস্ট: প্রথমে আশুতোষ কলেজ, পরে বজবজ কলেজ এবং শেষে বারাসত গভর্নমেন্ট কলেজ। বিভিন্ন কলেজের মেধা তালিকায় পর্ন তারকাদের নাম। পর্ন ইন্ডাস্ট্রির মতোই এখানেও এগিয়ে সানি লিওন। তবে, উঠে আসছে মিয়া খলিফা থেকে শুরু করে অন্য পর্ন তারকাদের নামও। যেভাবে একের পর এক কলেজে এই ঘটনা ঘটছে তাতে রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধ পাচ্ছে অনেকেই। ইতিমধ্যে তদন্তে নেমেছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। খতিয়ে দেখা হচ্ছে এটি কোনও সংগঠিত চক্রের কাজ কি না। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ঘটনার শুরু বৃহস্পতিবার। সেদিন আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকার স্ক্রিনশট ভাইরাল হয়। দেখা যায় তালিকার এক নম্বরে রয়েছে সানি লিওনের নাম। যেহেতু তিনি 400 নম্বরের মধ্যে 400 পেয়ে আবেদন করেছেন তিনি! এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। বিষয়টি নজরে আসে সানিরও। তিনি টুইট করেন, "তাহলে সামনের সেমিস্টারে দেখা হচ্ছে। আশা করি ক্লাসের সবার সঙ্গে দেখা হবে।" এই ঘটনার রেশ কাটতে না কাটতে সামনে আসে বজবজ কলেজের তালিকা-বিভ্রাট। দেখা যায় সেখানে বাংলা অনার্সের মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। যে খবর প্রথমে ETV ভারতে প্রকাশিত হয়। পরে বারাসত কলেজের তালিকা-বিভ্রাটের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়। সেখানে ইংরেজি অনার্সে নাম রয়েছে ড্যানি ড্যানিয়েলস, মিয়া খলিফা, জনি সিন্স ও সানি লিওনের। কিন্তু, বারবার এমন ঘটনা ঘটছে কেন?