পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sandhya Mukherjee Songs : কালজয়ী সব গানে আকাশের অস্তরাগে চির অমর গীতশ্রী - কালজয়ী সব গানে আকাশের অস্তরাগে চির অমর গীতশ্রী

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বেশ কিছু গান আজ ফিরে ফিরে আসছে আমাদের ভাবনায় । চোখ রাখা যাক তাঁর বাছাই করা কয়েকটি গানের তালিকায় (Popular songs by Sandhya Mukhopadhyay at a glace)।

Sandhya Mukherjee Songs
কালজয়ী সব গানে আকাশের অস্তরাগে চির অমর গীতশ্রী

By

Published : Feb 15, 2022, 10:42 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : বাংলা গানে সোনালি দিনের অন্যতম কারিগর তিনি। বাঙালি শ্রোতাদের উপহার দিয়ে গিয়েছেন একের পর এক কালজয়ী গান। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের এমনই কিছু গান আজ ফিরে ফিরে আসছে আমাদের ভাবনায় । একবার চোখ রাখব তাঁর বাছাই করা কয়েকটি গানের তালিকায় (Popular songs by Sandhya Mukhopadhyay at a glace)।

  • এই পথ যদি না শেষ হয়...

1956 সালের এই গান আজকের প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। সপ্তপদি ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটিতে এই গান আজও জীবন্ত করে রেখেছে উত্তম কুমার সুচিত্রা সেন জুটিকে।

  • ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা...

সে বছরই বাংলার শ্রোতারা পান সুচিত্রা সেন ও সন্ধ্যা মুখোপাধ্যায় জুটির আরও এক মন ছুঁয়ে যাওয়া গান, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা।

  • এ শুধু গানের দিন...

1979 সালের পথে হল দেরি ছবিতে উত্তম সুচিত্রার রসায়নকে যেন অন্য মাত্রা দিল এই গান। এই ছবিতেই তাঁর আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান তুমি না হয় রহিতে কাছে।

  • গানে মোর কোন ইন্দ্রধনু...

1955 সালে 'অগ্নিপরীক্ষা' ছবিতে সুচিত্রা সেনের জন্য আরও একটি অনবদ্য গানকে জীবন দেন গীতশ্রী । যেটি হল 'গানে মোর কোন ইন্দ্রধনু'। এই ছবির আরও একটি গান দারুণ জনপ্রিয়তা পায়, 'কে তুমি আমারে ডাকো'।

  • কি মিষ্টি দেখো মিষ্টি...

1966 সালের জনপ্রিয় 'নায়িকা সংবাদ' ছবির এই গানে যেন মধু ঝরে পড়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে।

এছাড়াও 'আকাশের অস্তরাগে', 'আমি স্বপ্নে তোমায় দেখেছি', 'এসো মা লক্ষ্মী', 'চম্পা', 'মায়াবতী মেঘে এলো তন্দ্রা', 'এ গানে প্রজাপতি'- এমনই অগণিত গান বাংলার জন্য রেখে গেলেন বঙ্গবিভূষণ সন্ধ্যা। তাই তাঁরই গেয়ে যাওয়া গানে তাঁকে আজ বিদায় জানানোর সময়। হয়তো তিনিই ভক্তদের চোখ মুছিয়ে দিয়ে গাইছেন, এ শুধু গানের দিন, এ লগনও গান শোনাবার...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details