কলকাতা, 7জুলাই: স্কুল বন্ধ,পুলকার থমকে ৷ এই অবস্থায় পুলকারেরচালক,মালিকরাপেট চালাবেন কীভাবে ! আগেই25-30শতাংশ ছাড়ে পড়ুয়াদের অভিভাবকদেরকাছে বেতন চেয়েছিল পুলকার সংগঠন ৷ কিন্তু অভিযোগ,বেতন দেওয়াই বন্ধ করে দিয়েছেনঅভিভাবকরা ৷ এবার তাই50শতাংশছাড় ঘোষণা করা হল । পুলকারের মালিক ও চালকদের আশা,এবার হয়েতো বেতন পাবেন তাঁরা ।
ধীরেধীরে সচল হচ্ছে দেশ । খুলেছে অফিসকাচারি । গণপরিবহনও সচল হচ্ছে । তবে বন্ধ স্কুল ওকলেজ । স্কুলগুলি কবে খুলবে এখনও ঠিক নেই । স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজারপুলকার ও তার কর্মীরা । চরম আর্থিক সংকটে তাঁরা । গত তিন মাস উপার্জন একেবারে বন্ধহয়েছে । সংকটে পড়ে50শতাংশছাড়ে অভিভাবকদের বেতন মেটানোর অনুরোধ জানাল পুলকার চালক ও মালিকদের সংগঠন ৷
পুলকারওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন,"পরীক্ষাশেষ হয়ে যাওয়ার পর গত মার্চ মাসে স্কুলগুলি বন্ধ হয়ে যায় । তারপর লকডাউনের ঘোষণাহয় । তারপর থেকেই বন্ধ রয়েছে স্কুলগুলি । কিন্তু,বেতন না পেলে আমাদের সংসার চলবে কীকরে ! তবু,অভিভাবকদেরউপর যাতে বাড়তি চাপ না পড়ে তার তার জন্য মাইনের উপর25-30শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল । তাতেওঅভিভাবকরা মাইনে দেননি । তাই জুলাই মাস থেকে ছাড় বাড়িয়ে50শতাংশ করা হল ।"