কলকাতা, 5 সেপ্টেম্বর : রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার । মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে উদ্বেগপ্রকাশ করে টুইটারে এই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় রাজভবনে ডাকা হয়েছিল ACS এবং DGP-কে । কিন্তু তাঁদের পরিবর্তে বৈঠকে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
বৈঠক শেষে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে । আমি আশাবাদী, রাজ্যের এই আইনশৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের অবক্ষয়ের বিষয়গুলি মুখ্যমন্ত্রীকে জানানো হবে । রাজনৈতিক হিংসা ও হত্যা বন্ধ হওয়া দরকার ।"
গতরাতে উত্তর 24 পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP নেতা তথা বিদায়ী কাউন্সিলর মণীশ শুক্লা । এই খুনের জন্য তৃণমূলকেই দায়ি করে BJP ।
আরও পড়ুন : এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে
মণীশ শুক্লা অর্জুন সিংয়ের ঘনিষ্ট ছিলেন । এই খুনের পর অর্জুন সিং টুইটারে লেখেন, “এই কুকর্মের ফল পেতে হবে তৃণমূলকে।"
যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে । পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, এই খুন BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পরই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বি টি রোড অবরোধ করা হয় ।
আরও পড়ুন : টিটাগড়ে BJP নেতা খুনে CBI তদন্ত দাবি বিজয়বর্গীয়র
রাজ্যপাল জাগদীপ ধনকড় এই ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেন । টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লার খুনের ঘটনায় আজ তিনি রাজ্যের DGP এবং ACS-কে তলব করেছিলেন ৷ 10 টায় তাঁদের আসতে বলেছিলেন ৷ গতকাল এই নিয়ে টুইটও করেছিলেন তিনি । লিখেছিলেন, "টিটাগড় পৌরসভার কাউন্সিলর মণীশ শুক্লাকে পার্টি অফিসের সামনে নৃশংসভাবে খুন করা হয়েছে । আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । সেজন্য স্বরাষ্ট্রদপ্তরের ACS এবং রাজ্য পুলিশ DG-কে রাজভবনে তলব করা হয়েছে ।"